নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে পারবেন না ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য। কারণ তাঁকে ভোগাচ্ছে পিঠের চোট। এই চোটের জন্য তাঁকে বেশ কিছুটা সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হতে পারে। বিসিসিআই সূত্রের খবর, চোটের চিকিত্সার জন্য তাঁকে লন্ডন যেতে হতে পারে। গত বছর দুবাইতে এশিয়া কাপের সময় হার্দিক চোট পেয়েছিলেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিসিসিআই-এর এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের পর চোট সারিয়ে ওঠার জন্য সার্বিক চেষ্টা করেছেন হার্দিক এবং ফিটনেস নিয়ে পরিশ্রম করেছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি ২০ সিরিজে চোটের সমস্যা আরও বেড়ে যায়। এজন্য চোট সারানোর জন্য তাঁকে ইংল্যান্ডে যেতে হতে পারে। সেখানে এক বিশেষজ্ঞর পরামর্শ নেমেন হার্দিক। ওই বিশেষজ্ঞর কাছে এই নিয়ে তৃতীয়বার যাচ্ছেন তিনি। ইংল্যান্ডে গিয়ে চোটের চিকিত্সার ব্যাপারে ওই বিশেষজ্ঞর সঙ্গে কথা বলবেন। সমস্যার নিরসনে অস্ত্রোপচারের প্রয়োজন, না ওষুধেই সারবে, তা নিয়ে আলোচনা করবেন তিনি।
বিসিসিআই-এর ওই আধিকারিক জানিয়েছেন, ইংল্যান্ডের ওই বিশেষজ্ঞর সঙ্গে হার্দিকের গত কয়েক বছর ধরে যোগাযোগ রয়েছে।এরফলে তিনি হার্দিকের চোট সম্পর্কে ওয়াকিবহাল। বিশ্বকাপে খেলার সময়ও হার্দিক ওই চিকিত্সকের কাছে পিঠের চোটের অবস্থা পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। কোনও শীর্ষ স্তরের অ্যাথলিটেরই ১০০ শতাংশ থাকতে পারেন না। সবসময়ই কোনও না কোনও ছোটখাটো সমস্যা থাকে তাঁদের। এক্ষেত্রে তাঁদের সাহায্যের জন্য ফিজিও থাকেন। কিন্তু একটা সময়ে সিদ্ধান্ত নিতে হয়।
ওই কর্মকর্তা এমএস ধোনির উদাহরণও দিয়েছেন। তিনি জানিয়েছেন, ধোনিও পিঠের সমস্যা রয়েছে। এবং এজন্য ধোনির সবসময় মেঝেতে ঘুমোনোর কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, এক্ষেত্রে ধোনির উদাহরণ মনে রাখতে হবে। গত ১২ বছর ধরে তিনি মেঝেতেই ঘুমোচ্ছেন এবং একটানা খেলে চলেছেন। প্রত্যেকেই সমস্যার সমাধানের চেষ্টা করেন। কারণ কেউই অস্ত্রোপচার করতে হোক, তা চান না।
বুমরাহর চোটের পরিস্থিতি কেমন জানতে চাওয়া হলে বোর্ডের ওই কর্মকর্তা বলেছেন, বুমরাহ সেরে উঠছেন। তবে এক্ষেত্রে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এজন্য তাঁকে চোট পরীক্ষার জন্য ইংল্যান্ডে পাঠানো হচ্ছে।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
পিঠের চোটের চিকিৎসার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন হার্দিক পান্ড্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Oct 2019 10:59 PM (IST)
বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলতে পারবেন না ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ড্য। কারণ তাঁকে ভোগাচ্ছে পিঠের চোট। এই চোটের জন্য তাঁকে বেশ কিছুটা সময় ক্রিকেট থেকে দূরে থাকতে হতে পারে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -