এই টেস্টের প্রথম ইনিংসে দুই ওপেনার শিখর ধবন ও কে এল রাহুল দারুন সূচনা করলেও মিডল অর্ডার সেভাবে জ্বলে উঠতে পারেনি। কিন্তু টেল এন্ডারদের নিয়ে ব্যাট করে টেস্টে প্রথম শতরানটি করেন হার্দিক। শুধু শতরানই নয়, যেভাবে তা হার্দিক করলেন তা ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে। প্রথম টেস্টে হাফসেঞ্চুরি করেছিলেন। তৃতীয় টেস্টে ৯৬ বলে ১০৮ রানের ইনিংস খেলেন হার্দিক। প্রথম পঞ্চাশ ৬১ বলে। দ্বিতীয়টা এল মাত্র ২৫ বলে! একটি ওভারে হার্দিক নিলেন ২৬। টেস্ট ক্রিকেটে কোনও ভারতীয় এক ওভারে এত রান নিতে পারেননি।
বরোদার প্লেয়ারের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে ৪৮৭ রান করে ভারত। জবাবে ১৩৫ রানে অল আউট শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যানকেও আউট করেন হার্দিক। এরপর ফলোঅন করতে নেমে ১৮১ রানে অলআউট শ্রীলঙ্কা।
স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক। ম্যাচের শেষে ট্রফি হাতে নেওয়া ছবি ট্যুইটারে পোস্ট করে হার্দিক লিখেছেন, সাদা জার্সিতে এর থেকে ভালো শুরুটা আর কী হতে পারত! পুরো দলের জন্যই উল্লসিত।
ম্যাচের শেষে হার্দিক বলেছেন, কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেয়ে খুব খুশি। পরিস্থিতিটা আমার পক্ষে দারুন ছিল। আমি সবসময়ই একটা লক্ষ্য মাথায় রেখেছিলাম। দলের প্রয়োজন অনুসারে ব্যাটিং করতে পেরেছি।