গতকাল ভারত-শ্রীলঙ্কার চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচের দ্বিতীয় দিনে এমন একটি ঘটনা ক্যামেরায় ধরা পড়ল যা মন ছুঁয়ে যায়।
এক বল বয়ের প্রতি ভারতীয় দলের পেসার মহম্মদ শামির ব্যবহার নিঃসন্দেহে সবাইকে মুগ্ধ করবে।
বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন শামি।প্রচণ্ড গরমে তাঁর খুব তেষ্টা পেয়ে যায়। শামির টিমমেট ইশান্ত শর্মা ওই সময় পানীয় সরবরাহের দায়িত্বে ছিলেন। শামিকে একটি এনার্জি ড্রিঙ্ক পৌঁছে দিতে একজন বল বয়কে বললেন ইশান্ত।
অনেকটা দূরে দাঁড়িয়েছিলেন শামি। ছেলেটি ছুটে এসে খুব দ্রুত শামির হাতে বোতল তুলে দেয়। বোতলটি হাতে নিয়ে বল বয়কে জড়িয়ে আদর করলেন শামি।
দেখুন ভিডিও