নয়া দিল্লি: দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের মেয়েরা। ট্রফি তুললেন হরমনপ্রীতেরা। ২০২৫-এ প্রথম মহিলা বিশ্বকাপ জয় ভারতের। নতু্ন বিশ্বচ্যাম্পিয়ন পেল মহিলাদের ক্রিকেট। এদিকে, যে হরমনপ্রীতের অধিনায়কত্বে এই জয়, এবার তাঁকেই ক্যাপ্টেনের পদ থেকে সরে যেতে বললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শান্তা রঙ্গস্বামী।  সংবাদমাধ্যম পিটিআইকে শান্তা রঙ্গস্বামী বলেন, তিনি বিশ্বাস করেন যে ভারতীয় ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো উচিত হরমনপ্রীত কৌরের। তিনি বলেন, "দলের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা মাথায় রেখে এই পরিবর্তন আনতে হবে। পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ ২০২৯ সালে অনুষ্ঠিত হবে। তাই এই মুহূর্তে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ৩৬ বছর বয়সী হরমনপ্রীতের জন্য উপকারী হবে। হরমনপ্রীত একজন দুর্দান্ত ব্যাটার এবং একজন ফিল্ডার হিসেবে দলের জন্য অমূল্য। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ওর কাঁধ থেকে নামলে হরমনপ্রীত আরও ভালো খেলতে পারবে।”

Continues below advertisement

রঙ্গস্বামী বলেন, "নতুন অধিনায়কের জন্য ২৯ বছর বয়সী তারকা ওপেনার স্মৃতি মান্ধানা পছন্দের। এটা আমার মতো অনেকেরই মত। ব্যাটসম্যান এবং ফিল্ডার হিসেবে হরমন অসাধারণ। কিন্তু কৌশলগতভাবে, সে মাঝে মাঝে ভুল করতে পারে। আমার মনে হয় অধিনায়কত্বের বোঝা ছাড়াই সে আরও বেশি অবদান রাখতে পারে। দেখুন, এই ধরণের সাফল্যের (বিশ্বকাপ জয়ের) পরে যখন বিষয়টি আসে, তখন এটি ভালোভাবে নেওয়া হবে না। কিন্তু ভারতীয় ক্রিকেটের স্বার্থে এবং হারমানের নিজের স্বার্থে, আমি মনে করি অধিনায়কত্বের বোঝা ছাড়াই সে ব্যাটসম্যান হিসেবে আরও অনেক বেশি অবদান রাখতে পারে।" 

স্বপ্নের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছে ভারতের উইমেন ইন ব্লু-রা। বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসেবে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনিকে ছুয়ে ফেললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর।  রবিবার ৪৬-তম ওভারের তৃতীয় বলে কভারে খানিকটা দৌড়ে গিয়ে, দক্ষিণ আফ্রিকার নাদিন দি-ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত কৌর মুষ্টিবদ্ধ করতেই নতুন ইতিহাস লেখা হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেটে! 

Continues below advertisement

সদ্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিখেছেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে। সে জন্যই ক্রিকেট সকলের খেলা।