দুবাই: আইসিসি বর্ষসেরা টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হলেন ভারতের হরমনপ্রীত কউর। তিনি ছাড়াও দলে আছেন আইসিসি বর্ষসেরা মহিলা ক্রিকেটার ও বর্ষসেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হওয়া স্মৃতি মন্ধনা ও পুনম যাদব।

আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘টি-২০ বিশ্বকাপে হরমনপ্রীত কউর ১৬০.৫ স্ট্রাইক রেটে ১৮৩ রান করেন। এ বছর ২৫টি ম্যাচে ১২৬.২ স্ট্রাইক রেটে ৬৬৩ রান করেছেন তিনি। মহিলাদের টি-২০ র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছেন হরমনপ্রীত।’



এই সম্মান পেয়ে হরমনপ্রীত বলেছেন, ‘এই খবর পেয়ে আমি অবাক হয়েছি। গত দু’বছরে আমরা বেশি টি-২০ ম্যাচ খেলিনি। এর ফলে দলের সদস্যদের আত্মবিশ্বাসী করে তোলা কঠিন ছিল। টি-২০ ম্যাচে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য ওদের মধ্যে বিশ্বাস জাগানোও সহজ ছিল না। দলের সবাইকে কৃতিত্ব দিতে হবে। ওরা কঠোর পরিশ্রম করেছে এবং নিজেদের উপর বিশ্বাসের পরিচয় দিয়েছে। এই পুরস্কার আমার আত্মবিশ্বাস বাড়াবে। বিসিসিআই আমার উপর ভরসা রেখেছে। ভবিষ্যতে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য মুখিয়ে আছি।’