নয়াদিল্লি: আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে আসন্ন একদিনের সিরিজের কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্বকাপের আগে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে একদিন ও টি ২০ সিরিজ খেলবে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ১৩৭ রান জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুমরাহ। চলতি বছর তিনি ৯ ম্যাচে ৩৭৯.৪ ওভার করেছেন। মহম্মদ সামি ১২ ম্যাচ খেলে ৩৮৩.৫ ওভার করেছেন। ইশান্ত শর্মা ৩৩৫ ও রবিচন্দ্রন অশ্বিন ৩৮৬ ওভার বল করেছেন।
ভারতের বিশ্বকাপের প্রস্তুতিতে ইশান্ত ও অশ্বিন এখনও পর্যন্ত সামিল নন। যে ২০ জন খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপের দল গঠিত হবে, তাঁদের মধ্যে ১৬ জনকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। এছাড়াও ঋষভ পন্ত, শ্রেয়স আয়ার, মণীষ পান্ডে ও উমেশ যাদবও দলে বাছাই হওয়ার দাবিদার।
জোরে বোলারদের ওপর চাপ কমানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা সহমত। বুমরাহ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলবেন। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য। সেখানে তাঁর চাপ কমানোর কমানোর ব্যাপারে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষ কর্তা বলেছেন, বিরাট কোহলির তো কেউ একজন বুমরার চাপ কমানোর ব্যাপারে তাঁর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলতে পারেন।তবে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের বুমরাহ সংক্রান্ত তথ্য তৈরি করতে হবে, যাতে প্রয়োজন পড়লে বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলা যায়।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য তরতাজা অবস্থাতেই রয়েছেন ভূবনেশ্বর কুমার। খলিল আহমেদও দলে যোগ দেবেন। তাই দলের পরবর্তী ১৩ এদিনের ম্যাচের মধ্যে কয়েকটিতে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদেশের মাটিতে ৩ টি ও দেশের মাটিতে ৫ টি ম্যাচ খেলবে ভারত। নিউজিল্যান্ডের পাঁচটি ম্যাচ রয়েছে মেন ইন ব্লু ব্রিগেডের।
ভূবি, খলিল ও সঙ্গে হার্দিক পান্ড্য এবং দুই রিস্ট স্পিনারের উপস্থিতিতে ওই ম্যাচগুলির কয়েকটিতে বুমরাহ নাও খেলতে পারেন।এমনটাই সূত্রের খবর।
বিশ্বকাপের কথা মাথায় রেখে কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2018 03:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -