দুবাই: আইসিসি প্লেয়ার অফ দ্য মন্থ অ্য়াওয়ার্ড (ICC Player Of The Month Award) জিতলেন হ্যারি টেক্টর (Harry Tector)। আয়ারল্যান্ডের (Ireland) প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন তিনি। আইসিসির তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ''আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে এই মাসের প্লেয়ার অফ দ্য মন্থ অ্যাওয়ার্ডের নাম ঘোষণা করা হয়েছে। প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে এই সম্মান পেলেন হ্যারি টেক্টর।'' দৌড়ে ছিলেন পাকিস্তানের বাবর আজম ও বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত। কিন্তু এই ২ জনকেই টেক্কা দিয়েই আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হলেন হ্যারি টেক্টর। 


ছেলেদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটারের জন্য তিনজন মনোনীত হয়েছিলেন। বাবর আজম, নাজমুল হোসেন শান্ত ছিলেন প্রতিদ্বন্দ্বী হিসেবে। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে ঘরের মাঠে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাবর আজম। প্রথম ম্যাচে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। করেছিলেন ৫৪ রান। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান বাবর। ১০৭ রানের ইনিংস খেলেন তিনি।  


আইসিসির কড়া শাস্তির মুখে গিল


দ্বিতীয় ইনিংসে তাঁর আউট নিয়ে চরম বিতর্কের সূত্রপাত হয়েছিল। শুভমন গিল (Subhman Gill) আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার, এমনই দাবি তুলেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। নিজে এতটাই হতাশ ছিলেন যে সোশ্য়াল মিডিয়ায় আম্পায়ারিংয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে পোস্টও করেছিলেন। এবার তারই খেসারত দিতে হল তরুণ ভারতীয় ব্যাটারকে। আইসিসির তরফে জরিমানা করা হয়েছে। ম্যাচ ফি-র অতিরিক্ত জরিমানা করা হয়েছে তাঁর। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ''আইসিসি আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘন করেছেন শুবমান গিল। এই ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচের কোনও ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত কোনও মন্তব্য করা যায়া না। সেই কারণেই শুবমানের ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।''


ভাল খেলছিলেন। কিন্তু একটা বিতর্কিত আউট হয়ে ফিরতে হল শুভমন গিল (Subhman Gill)। ১৮ রান করে বোল্যান্ডের বলে ক্যামেরন গ্রিনের (Cammeron Green) হাতে ক্যাচ আউট হয়ে দ্বিতীয় ইনিংসে প্য়াভিলিয়নে ফেরেন তরুণ ভারতীয় ওপেনার। কিন্তু আদৌ কি তিনি আউট ছিলেন? সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক দানা বেঁধেছে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar) ও রবি শাস্ত্রীও (Ravi Shastri)। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এমন জঘন্য আম্পায়ারিং ও সিদ্ধান্তকে কাঠগড়ায় তুলেছেন।