ইসলামাবাদ: এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৫ সদস্যের পাকিস্তান দল (Pakistan Cricket Team) ঘোষণা করা হল। যে দলে উল্লেখযোগ্য অনুপস্থিতি বলতে, হাসান আলি (Hasan Ali)। হাসানকে বাদ দিয়েছেন নির্বাচকেরা।


তবে দলে রাখা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। যিনি আপাতত কনুইয়ের চোটে কাবু। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলেননি আফ্রিদি। তিনি এশিয়া কাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে পাকিস্তান নির্বাচকেরা জানিয়েছেন, দলের সঙ্গে থেকেই রিহ্যাব করবেন পেসার। তাঁর শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করবেন ফিজিওরা। তারপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। পাকিস্তান দল থেকে তাদের সেরা পেসারকে খেলানোর আপ্রাণ চেষ্টা করা হবে। বলার অপেক্ষা রাখে না।


এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে পাকিস্তান। সেই দলেও রাখা হয়েছে আফ্রিদিকে। দুই দলেরই অধিনায়ক থাকছেন বাবর আজমই (Babar Azam)। সহ অধিনায়ক শাদাব খান।


 






এশিয়া কাপ শুরু হতে চলেছে আগামী ২৭ অগাস্ট থেকে। আগামী ১১ সেপ্টম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। মঙ্গলবার তা জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ। শ্রীলঙ্কার রাজনৈতিক-অর্থনৈতিক অচলাবস্তার কারণে এশিয়া কাপ (Asia Cup 2022) সময়মতো হবে কি না তা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট দিনেই এই টুর্নামেন্ট শুরু হলেও, তার ভেনু বদল হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলেছে আসন্ন এশিয়া কাপ। 


উল্লেখ্য়, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হল - ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান। বাকি দলটি আরব-আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার একটি কোয়ালিফায়ার থেকে বেছে নেয়া হবে। 


এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দল:


বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফাকর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, ইফতিকার আমেদ, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নওয়াজ, উসমান কাদির, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ, শাহনওয়াজ দাহানি, নাসিম শাহ ও মহম্মদ ওয়াসিম।


আরও পড়ুন: হকিতে বিপক্ষ কানাডা, নজর থাকবে ভারোত্তোলনেও, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয়রা কে কখন নামছেন