বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন হাশিম আমলা। সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ান ডে ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ১২০ বলে ১০৮ রান করে অপরাজিত ছিলেন আমলা। ১৬৭টি ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছলেন প্রোটিয়া ওপেনার। তাঁর আগে বিরাট ১৬৯টি ইনিংস খেলে ২৭ সেঞ্চুরি করেছিলেন। তিনিই ছিলেন সবচেয়ে কম ইনিংস খেলে ২৭ সেঞ্চুরি করা ক্রিকেটার। সেই নজির ভেঙে নতুন কীর্তি গড়়লেন আমলা।
বিরাটের আগে এই রেকর্ড ছিল আর এক ভারতীয় ক্রিকেটারের দখলে। সচিন তেন্ডুলকর। ওয়ান ডে ক্রিকেটে ২৭টি সেঞ্চুরি করতে মাস্টার ব্লাস্টার নিয়েছিলেন ২৫৪টি ইনিংস। ২০১৭ সালে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করে সেই রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছিলেন কোহলি। এবার সেই রেকর্ডও চলে গেল পিছনের সারিতে।
তবে আমলার সেঞ্চুরি সত্ত্বেও দিনের শেষে বিষণ্ণ হয়েই মাঠ ছাড়তে হল দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের। পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হেরে গেলেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার ২৬৬/২ স্কোরের জবাবে পাঁচ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করেন ইমাম-উল-হক। মহম্মদ হাফিজ ৬৩ বলে ৭১ রান করে অপরাজিত ছিলেন। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।