কলকাতা: ফের বিষ্ফোরক হাসিন জাহান। আবারও ইনস্টাগ্রামে স্বামীকে বিঁধলেন তিনি। শামির সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও বিতর্ক উস্কে দিলেন এই পোস্ট করে। এবার শুধু লেখায় নয়, তার সঙ্গে শামির সঙ্গে তাঁর অন্তরঙ্গ সাহসী ছবি। অবশ্যই পুরনো। দুজনেই সেখানে স্বল্পবসনে। এভাবে ভারতীয় ক্রিকেটের বিতর্কিত দম্পতিকে বোধ হয় আগে দেখেননি কেউই। এই ছবি নিঃসন্দেহে আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে ছবির ক্যাপশনে আবারও বাণ ছুড়েছেন হাসিন। লক্ষ্য শামি। দেখুন -



'যখন তুমি কিছুই ছিলে না তখন আমি পবিত্র ছিলাম। যখন তুমি জীবনে কিছু করে ফেললে তখন আমিই অপবিত্র হয়ে গেলাম। মিথ্যের বোরখা দিয়ে সত্যিটাকে ঢাকা যায় না। কুমিরের কান্না দিয়ে খুব কম দিনই চলে', লিখেছেন হাসিন জাহান।

শামির সঙ্গে একাধিক মহিলার সম্পর্কের অভিযোগ তুলে শোরগেল ফেলে দিয়েছিলেন হাসিন। তাছাড়া শামির বাড়ির লোকের বিরুদ্ধে তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগও তোলেন।

স্বামীও সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। সম্প্রতি রোহিত শর্মার সঙ্গে সাক্ষাৎকারে শামি বলেন, হাসিনের অভিযোগে তিনি এতটাই বিপর্যস্ত ছিলেন, বারবার আত্মহত্যার চেষ্টাও করেন তিনি।