ঢাকা: ভারত সফরের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হল। টেস্টে অধিনায়ক করা হয়েছে মোমিনুল হককে। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে মাহমুদুল্লাহর হাতে।

শাকিব আল হাসান নির্বাসিত হওয়ায় দলে আরও কিছু পরিবর্তন করা হয়েছে। শাকিবের পরিবর্তে ভারত সফরের টেস্ট ও টি-টোয়েন্টি – দুই দলেই নেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। চোট পেয়ে আগেই সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন মহম্মদ সইফুদ্দিন। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আবু হায়দার রনিকে। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে মহম্মদ মিঠুনকে। তারকা পেসার মুস্তাফিজুর রহমান টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন।

টি-টোয়েন্টি দল: মাহমুদুল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মহম্মদ নঈম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আনিমুল ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, আরাফত সানি, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, শইফুল ইসলাম, আবু হায়দার রনি, মহম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।

টেস্ট দল: মোমিনুল হক (অধিনায়ক), শাদমান ইসলাম, ইমরুল কায়েস, সইফ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মহম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নঈম হাসান, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও ইবাদত হোসেন।