কাবুল: আসন্ন বিশ্বকাপের জন্য আফগানিস্তানের ১৫ সদস্যের দল ঘোষিত হল। তিন বছর পর দলে ফেরানো হয়েছে পেসার হামিদ হাসানকে। সেই সঙ্গে দলে আছেন সদ্য অপসারিত অধিনায়ক আসগর আফগানও। দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন গুলবদিন নইব।
হাসানকে দলে রাখা হলেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন থাকছে। উরুর চোটে বেশ কিছুদিন ধরে ভুগছেন আফগান পেসার। ৩১ বছর বয়সী পেসার ৩২টি ওয়ান ডে ম্যাচে নিয়েছেন ৫৬ উইকেট। তাঁর অভিজ্ঞতার জন্যই বিশ্বকাপের দলে রাখার ঝুঁকি নেওয়া হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।
প্রধান নির্বাচক দওলত খান আহমেদজাই বলেছেন, 'সিনিয়র ফাস্টবোলার হামিদ হাসানের দলে ফেরাটা আমাদের কাছে সুখবর। তবে প্রস্তুতি ম্যাচে ওর ফর্ম আর ফিটনেস খতিয়ে দেখা হবে।' কোনও কারণে হাসান বিশ্বকাপে খেলতে না পারলে, বিকল্প হিসাবে তালিকায় রাখা হয়েছে ইক্রাম অলিখিল, করিম জনত আর সায়েদ সিরজাদকে।
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল বোলিং করার পাশাপাশি আইপিএলের মতো বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুরন্ত ছন্দে থাকা রশিদ খান দলের অন্যতম সদস্য। রয়েছেন মহম্মদ শেহজাদ ও মুজিব উর রহমান। আহমেদজাই বলেছেন, 'ইংল্যান্ডে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। বিশ্বকাপের জন্য ছয় মাস ধরে প্রস্তুতি চলছে। জানি টুর্নামেন্টে অনেক শক্তিশালী দল রয়েছে। তবে আমাদের ছেলেরা মাঠে সেরাটা দেবে।'
পুরো দল: গুলবদিন নইব (অধিনায়ক), মহম্মদ শেহজাদ, নুর আলি জাদ্রান, হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাসমাতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদ্রান, সামিউল্লাহ শিনওয়ারি, মহম্মদ নবি, রশিদ খান, দওলত জাদ্রান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।
ঘোষিত আফগানিস্তানের বিশ্বকাপের দল, ফেরানো হল হাসানকে, ১৫ জনের দলে আছেন অপসারিত অধিনায়ক আসগরও
Web Desk, ABP Ananda
Updated at:
22 Apr 2019 06:58 PM (IST)
আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল বোলিং করার পাশাপাশি আইপিএলের মতো বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে দুরন্ত ছন্দে থাকা রশিদ খান দলের অন্যতম সদস্য। রয়েছেন মহম্মদ শেহজাদ ও মুজিব উর রহমান
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -