মস্কো: এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনের বিধ্বংসী ফর্ম অব্যাহত। প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জেতানোর পর আজ পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন তিনি। দু’ম্যাচে পাঁচ গোল চলতি বিশ্বকাপে তিনিই আপাতত সর্বোচ্চ গোলদাতা। অধিনায়কের এই পারফরম্যান্সের সুবাদে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে গ্রুপ জি থেকে নক-আউটে চলে গেল ইংল্যান্ড। কেনের পাশাপাশি জোড়া গোল করেন জন স্টোনস। অপর গোলটি করেন জেসে লিনগার্ড। ৭৮ মিনিটে পানামার হয়ে একমাত্র গোল করেন পরিবর্ত ব্যালয়।


১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্ট এবং ১৯৮৬ বিশ্বকাপে গ্যারি লিনেকার ইংল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেছিলেন। তারপর আজ কেন হ্যাটট্রিক করলেন। তিনি ২২ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন। দ্বিতীয় গোলও পেনাল্টি থেকে। এই গোলটি হয় প্রথমার্ধের শেষদিকে। ইংরেজ অধিনায়ক হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ৬২ মিনিটে। এরপরেই তাঁকে তুলে নেন কোচ গ্যারেথ সাউথগেট। এর আগে ৮ মিনিটের মাথায় কর্নার থেকে দুরন্ত হেডে প্রথম গোল করেন স্টোনস। তিনি দ্বিতীয় গোল করেন ৪০ মিনিটে। এর মাঝে ৩৬ মিনিটে গোল করেন লিনগার্ড।