লন্ডন: নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে পুরুষদের বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন ট্রেন্ট বোল্ট। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি পরপর তিন বলে ফেরান উসমান খোয়াজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে। এর আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকেও ফেরান বোল্ট। তিনি ৫১ রান দিয়ে ৪ উইকেট নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া করেছে ৯ উইকেটে ২৪৩ রান। সর্বোচ্চ ৮৮ রান করেন খোয়াজা। অ্যালেক্স কেরি করেন ৭১ রান। এছাড়া অস্ট্রেলিয়ার আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি।



এর আগে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন ভারতের পেসার মহম্মদ শামি। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি হ্যাটট্রিক করেন। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন শামি। আজ বোল্টও হ্যাটট্রিক করে ফেললেন।