মুম্বই: এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহকে। হটস্টার স্পেশ্যাল ‘দ্য অফিস’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। স্টাইলিশ এই ব্যাটসম্যান সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
আন্তর্জাতিক সিরিজ দ্য অফিস আনুষ্ঠানিক এই সংস্করণের মাধ্যমে যুবরাজ ‘আকর্ষণীয়’ কিছু করতে চাইছেন বলে জানিয়েছেন নির্মাতারা।
এক বিবৃতিতে যুবরাজ বলেছেন, যা কিছু মজাদার ও আকর্ষণীয় তা করার চেষ্টা করেছি। হটস্টার স্পেশ্যালের নতুন শো দ্য অফিস-এ আমি কী করছি, সে বিষয়ে কৌতুহলের অবসান হল আজ। ওই শো-এর চরিত্র হিসেবে বিশেষ কিছু করার ক্ষেত্রে শ্যুটিংয়ে আমি প্রচুর মজা করেছি। আমি আশা করছি, দর্শকদের এই শো দেখে ভালো লাগবে।
‘দ্য অফিস’-এ উইলকিন্স চাওলা পেপার কোম্পানির বস জগদীপ চাড্ডার ভূমিকায় রয়েছেন মুকুল চাড্ডা। মার্কিন সংস্করণে ওই চরিত্র মাইকেল স্কটের ভূমিকায় দেখা গিয়েছে স্টিভ ক্যারেলকে। ভারতীয় সংস্করণে রয়েছেন গৌহর খান, রণবীর শোরি, গোপাল দত্ত, সায়নদীপ সেনগুপ্ত, সম্বৃদ্ধি দেওয়ান, প্রিয়ঙ্কা সেটিয়া, অভিনব শর্মাদেরও।
‘দ্য অফিস’-এ দেখা যাবে যুবরাজ সিংহকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2019 07:42 PM (IST)
এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহকে। হটস্টার স্পেশ্যাল ‘দ্য অফিস’-এ বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে। স্টাইলিশ এই ব্যাটসম্যান সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -