মেলবোর্ন: বল-কারচুপিকাণ্ডের জেরে হারানো ‘বিশ্বাস’ পুনরুদ্ধার করার প্রতিজ্ঞা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভেন স্মিথ। জানান, নির্বাসিত হওয়ার পরে যে পরিমাণ ‘সমর্থন’ পেয়েছেন, তাতে তিনি অভিভূত।
ইনস্টাগ্রামে স্মিথ বলেন, নিজের বাড়ি সকলের ভাল লাগে। যা ঘটেছে তাকে মানিয়ে নিতে কিছুটা সময় দরকার ছিল। সেটা পেয়েছি। এখন ফেরার প্রস্তুতি। এই কদিন যে পরিমাণ ই-মেল ও চিঠি পেয়েছি, তাতে আমি অভিভূত। আপনাদের সমর্থন আমি নম্রতার সঙ্গে গ্রহণ করছি। এখন আপনাদের আস্থা ফিরে পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হবে।
বল-কারচুপিকাণ্ডে স্মিথকে এক বছরের জন্য নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। পাশাপাশি, শাস্তির কোপে পড়েন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ক্যমেরন ব্যানক্রফট। প্রসঙ্গত, গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে দেশে ফিরে আসার পর বিমানবমন্দরে শেষবার মুখ খুলেছিলেন অনুতপ্ত স্মিথ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে স্মিথ সহ তিনজনের বিরুদ্ধে বল কারচুপি করার অভিযোগ ওঠে। জানা যায়, মূল পরিকল্পনা ছিল ওয়ার্নারের। স্মিথ পুরোটাই জানতেন। ব্যানক্রফটকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিরিষ কাগজ দিয়ে বলে কারচুপি করতে। নির্বাসন শেষ হওয়ার পর এক বছর পর্যন্ত নেতৃত্বে ফিরতে পারবেন না স্মিথ। অন্যদিকে, কখনই নেতৃত্বে ফিরবেন না ওয়ার্নার।