মুম্বই: বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও তিনি। কাজেই শুধু ভারতেই নয়, সারা বিশ্বেই ভারতীয় দলের অধিনায়কের অগনিত অনুগামী। মাঠে বিপক্ষের অন্যতম ত্রাস তিনি। মাঠের বাইরেও তাঁর ক্যারিশ্মা অনুগামীদের মুগ্ধ করে। অনুরাগীদের মধ্যে একটা বড় অংশ মহিলা।
কিন্তু খ্যাতির বিড়ম্বনাও রয়েছে। যা অনেক সময় তাঁদের দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি করে। কোহলি সম্প্রতি একটি সাক্ষাত্কারে তাঁর একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, 'আমি রক্ত দিয়ে লেখা একটা প্রেমপত্র পেয়েছিলেন। এটা একেবারেই জঘন্য। কিছুদিন আগে দিল্লিতেই এই ঘটনা ঘটেছিল। গাড়িতে করে যাচ্ছিলাম। একটা কাগজে সই করতে জানালার কাচ নামাতেই কোথা থেকে একটা কিছু যেন উড়ে এল। কে সেটা দিল, তা আমি দেখিওনি। ওতে নাম লেখা ছিল। আমি ওটা নিরাপত্তা কর্মীদের দিয়ে দিই। আমি ওটা হাতে নিয়েও দেখতে পারিনি। খুবই ভয়ঙ্কর'।
আইপিএলে অনুরাগীদের কাছাকাছি এনে দিয়েছে ক্রিকেটারদের । কয়েক ঘন্টার মধ্যেই এক শহর থেকে অন্য শহরে উড়ে যেতে হয় ক্রিকেটারদের। এতে ফ্যানরা তাঁদের প্রিয় ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগও পেয়ে যান।
কোহলি এ ব্যাপারে একটা মজাদার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। বিমানে তিনি যখন ঘুমোচ্ছিলেন, তখন এক ফ্যান সেলফি তোলার চেষ্টা করছিলেন। কোহলি বলেছেন, 'বিমানে ছিলাম। মনে হয়, আইপিএলের সময়ই ঘটনা ঘটেছিল। হেডফোন কানে গুঁজে ঘুমোচ্ছিলাম। আচমকা ঘুম ভেঙে দেখি, একটা বাচ্চা আমার কোলে। একজন আমার কাঁধের ওপর ঝুঁকে ছিল। আসলে একজন আমার সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন। আমি চশমা পরেছিলাম। সেজন্য ওই লোকটি হয়ত ভেবেছিলেন যে, আমি তাঁকে দেখছি। কিন্তু আমি তখন ঘুমোচ্ছিলাম'।
এক অনুরাগীর রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়ে খুব ভয় পেয়েছিলাম, জানালেন কোহলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2018 01:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -