খুব বেশি কাছের মানুষ না থাকাই ভাল, ফোকাস নষ্ট হয়, উপলদ্ধি কোহলির
Web Desk, ABP Ananda | 16 Jan 2017 03:20 PM (IST)
পুণে: খুব বেশি ঘনিষ্ঠ ব্যক্তি না থাকাই বিরাট কোহলির সাফল্যের রহস্য। ভারতের অধিনায়ক নিজেই এ কথা জানিয়েছেন। বিসিসিআই-এর ওয়েবসাইটের জন্য ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেনকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেছেন, ‘সৌভাগ্যবশত আমার জীবনে খুব বেশি কাছের মানুষ নেই। আমার মনে হয়, এর ফলে সুবিধা হয়েছে। যদি কারও জীবনে খুব বেশি ঘনিষ্ঠ ব্যক্তি থাকে এবং কেউ অনেক বেশি বন্ধুর সঙ্গে কথা বলে, তাহলে সে বিভ্রান্ত হয়ে যায় এবং সময়জ্ঞান থাকে না।’ বেশ কিছুদিন ধরেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাটের তুলনা চলছে। তবে স্বয়ং বিরাটের মতে, সচিনকে ছোঁয়া বা টপকে যাওয়া খুব কঠিন। ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমি বোধহয় সচিনের মতো ২৪ বছর খেলতে পারব না। ২০০ টেস্ট খেলা, আন্তর্জাতিক ম্যাচে ১০০টি শতরানের রেকর্ড অবিশ্বাস্য। সেই রেকর্ড স্পর্শ করা অসম্ভব। তবে আমি অবশ্যই পার্থক্য গড়তে চাই। রেকর্ড উন্নত করে খেলা ছাড়তে চাই।’ বিরাট আরও বলেছেন, একজন ক্রীড়াবিদের উচ্চাকাঙ্খার সীমা থাকা উচিত না। কারণ, কেউ জানে না সে কতদূর যেতে পারে। সেই কারণেই তিনি মাঠে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সময়মতো কাজ শেষ করে যেদিন মাঠে নিজেকে নিংড়ে দিতে পারেন, সেদিন তিনি সন্তুষ্ট হন।