২০১১ সালের বিশ্বকাপের পর এই প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান পেলেন যুবরাজ। চলতি সিরিজের প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে জুটি বেঁধে কোণঠাসা অবস্থা থেকে ভারতকে বিশাল রানে পৌঁছে দেন যুবরাজ। শেষপর্যন্ত ১৫ রানে জয় পায় ভারত। এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারত। রবিবার ইডেনে নিয়মরক্ষার ম্যাচ। যুবরাজের অসাধারণ ইনিংসে উল্লসিত হ্যাজেল কিচ
Web Desk, ABP Ananda | 20 Jan 2017 06:01 PM (IST)
নয়াদিল্লি: গতকাল কটকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে যুবরাজ সিংহের অসাধারণ ইনিংস দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর স্ত্রী হ্যাজেল কিচ। তিনি ফেসবুকে যুবরাজের প্রশংসা করে বলেছেন, ‘ক্যান্সার থেকে সেরে ওঠা আর ক্যান্সারকে হারানো এক নয়। ক্যান্সার থেকে ফিরে এসে কেমোথেরাপি-পরবর্তী সময়ে সুস্বাস্থ্য ও ফিটনেস ফিরে পাওয়া ভোলা যাবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৭ বলে ১৫০ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ভারতকে জিতিয়েছেন যুবরাজ। তাঁর মধ্যনাম হওয়া উচিত তেজ।’