হ্যাজেল মডেলিং করেন। তিনি সমুদ্রে সার্ফিং করতেও ভালবাসেন। সেই কারণ যুবরাজের হনিমুন ডেস্টিনেশন হতে চলেছে সমুদ্র তীরবর্তী কোনও জায়গা। সেখানেই নবদম্পতি একান্তে সময় কাটাবেন।
বিয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল পোশাক। এ প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘আমি এত ভাল ডিজাইনার নই যে বিয়ের পোশাক বেছে নেব। তবে আমি বিয়েতে অবশ্যই নাচব। তাই আরামদায়ক পোশাকই পরব। চটকদার কোনও পোশাক পরব না।’
যুবরাজ আরও বলেছেন, হ্যাজেল পোশাকের বিষয়ে তাঁর মতামত জানতে চান। তিনিও সাধারণ পোশাক পরা পছন্দ করেন। তাই বিয়েতে হ্যাজেলের পোশাকও বাছাই করবেন যুবরাজই।
ভারতীয় ক্রিকেটের অন্যতম আকর্ষণীয় চরিত্র যুবরাজ। তাঁর প্রেম এবং বিয়ে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। হ্যাজেলের সঙ্গে আলাপ প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘আমার বাগদত্তাকে প্রথম দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমার মনে হয়েছিল, এই মেয়েটা ভাল পোশাক পরে না। ও আমার জন্য উপযুক্ত।’