নয়াদিল্লি: ক্রিকেট মাঠে তিনি কোনও বোলারকে ভয় পাননি। উল্টে তাঁর মারমুখী মেজাজের ব্যাটিংকে ভয় পেতেন বোলাররাই। মাঠের বাইরেও একইরকম ডাকাবুকো বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। এবার মাঠের বাইরে বোমা ফাটালেন।


ভারতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন পূর্ণ হয়নি সহবাগের। অন্তবর্তীকালীন অধিনায়ক হলেও পাকাপাকিভাবে দায়িত্ব পাননি। যা নিয়ে মুখ খুললেন নজফগড়ের নবাব। সহবাগ বললেন, 'আমি অধিনায়ক হব সে ব্যাপারে সব ঠিক ঠাক ছিল। কিন্তু দু'মাসে কী এমন বদলে গেল আমি জানি না।'


নিশানায় কে? গুরু গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। সৌরভ গঙ্গোপাধ্যায়কে যিনি প্রায় বাধ্য করেছিলেন নেতৃত্ব ছাড়তে। তারপর সেই দায়িত্ব দেওয়া হয় রাহুল দ্রাবিড়কে। তিনি পদত্যাগ করলে বীরেন্দ্র সহবাগের অধিনায়ক হওয়া ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তা হয়নি। অধিনায়কত্বের ব্যাটন দেওয়া হয় মহেন্দ্র সিংহ ধোনিকে। সহ অধিনায়ক হন সহবাগ। ২০০৩ এবং ২০১২ সালের মধ্যে সহবাগ ১২টি ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেছিলেন। তবে স্থায়ী অধিনায়ক হয়ে ওঠা হয়নি তাঁর। সহবাগ বলেছেন, 'গ্রেগ চ্যাপেল যখন এসেছিলেন, প্রথম বিবৃতি দিয়েছিলেন যে সহবাগই হবেন পরবর্তী অধিনায়ক। আমি জানি না ২ মাসে আমি দল থেকে কেন বাদ পড়লাম।'


তিনি আরও বলেছেন, 'আমি সবসময় বিশ্বাস করি যে, আমাদের দেশে এমন ভাল কোচরা আছেন যাঁরা ভারতীয় দলকে সঠিকভাবে পরিচালন করতে পারে। কিন্তু আমি যখন বিদেশি কোচের অধীনে খেলেছি তখন সিনিয়রদের জিজ্ঞাসা করেছি, কেন আমাদের বিদেশি কোচ দরকার। তার উত্তরে তারা বলেছিল, একজন ভারতীয় যখন জাতীয় দলের কোচ হন তখন পক্ষপাতিত্বের সম্ভাবনা থেকে যেতে পারে। বিদেশি কোচরা সেই ভাবে খেলোয়াড়দের দেখেন না।'


শ্রেয়স-উদ্বেগ


একটা বিষয় আগেই নিশ্চিত ছিল যে আইপিএলের প্রথম পর্বে খেলবেন না তিনি। কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরের জন্য আরও চিন্তা বাড়িয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার। কোমরের চোট নিয়ে ভুগছিলেন নাইট অধিনায়ক। বুধবার জানিয়ে দেওয়া হল যে তিনি এবারের আইপিএলে কোনো ম্যাচেই নামতে পারবেন না।


লন্ডনে অস্ত্রোপচার করতে যাবেন শ্রেয়স। বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে শ্রেয়সকে অস্ত্রোপচারের জন্য লন্ডন যেতে হবে। এদিকে শ্রেয়স ছিটকে যাওয়ায় কে হবেন নাইটদের অধিনায়ক, তা বিশাল মাথাব্যাথার কারণ হয়ে দাড়িয়েছে। এই পরিস্থিতিতে রাসেলকে অধিনায়ক করা হোক, এমন দাবি তুলছেন অনেকেই। শুধি আইপিএলই নয়। এরপর এশিয়া কাপ রয়েছে, সেখানেও হয়ত দেখা যাবে না শ্রেয়সকে। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন কি না তা দেখার। 


আরও পড়ুন: কোচ নয়, পলি বলে ডাকো, ক্রিকেটারদের বার্তা মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ব্যাটিং কোচের