কেরালা: ভারতীয় হকি দলের কিংবদন্তি মানা হয় তাঁকে। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympcis 2024) পর হকিকে বিদায় জানিয়েছেন। টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ পদক জিতেছে ভারতীয় হকি দল। আর সেই দলের সবচেয়ে বড় তারকার নাম পি আর শ্রীজেশ (P R Sreejesh)। তেকাঠির নীচে গোটা অলিম্পিক্সে বারবার ভরসা জুগিয়েছেন। দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন হকি দলের প্রত্যেক সদস্য। এবার সেই মুহূর্তের কথাই তুলে ধরলেন শ্রীজেশ। স্ত্রী ও ছেলেকে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে। সেখানেই কীভাবে প্রধানমন্ত্রী শ্রীজেশের ছেলেকে স্নেহ করেছিলেন, সে কথাও তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় হকি তারকা।


কেরালায় ফেরার পর বিমানবন্দরে যে অভ্যর্থনা পেয়েছেন, তা সত্যিই ভুলতে পারছেন না শ্রীজেশ। তিনি বলছেন, ''এটা দারুণ অনুভূতি আমার জন্য। বিমানবন্দরে প্রচুর মানুষ আমাকে অভ্যর্থনা দিতে এসেছিলেন। প্রচুর কচিকাঁচাও ছিল তাদের মধ্যে। সবাই আমার নাম চিৎকার করছিল। এই মুহূর্ত আমি কোনওদিন ভুলব না। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ সবাই এসেছিলেন আমাকে বরণ করে নিতে। প্রচুর কলেজ পড়ুয়াও ছিলেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার তরফে।''


এরপরই শ্রীজেশ বলেন, ''প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার মুহূর্তটাও আমাদের জন্য স্মরণীয়। দেশের সবচেয়ে ব্যস্ততম মানুষ। বিশ্বের অন্যতম সেরা প্রশাসনিক নেতা। তবুও তিনি কত সুন্দরভাবে আমাদের সঙ্গে সময় বের করে দেখা করেছিলে। এর আগেও আমরা যখনই কোনও বড় টুর্নামেন্টে অংশ নিয়েছিল উনি পাশে ছিলেন। টুর্নামেন্ট থেকে ফেরার পরও পাশে থেকেছেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। আমি এবার পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলাম। তাই স্ত্রী ও সন্তানদের নিয়ে গিয়েছিলাম। উনি আমার সন্তানদের সঙ্গে খেলেছেন। গল্প করেছেন। তাদের চকোলেট খাইয়েছেন। আমার ভাই ও বাবা, মায়ের সঙ্গে কথা বলেছেন। সত্যিই দুর্দান্ত একজন মানুষ।''


ভারতের অলিম্পিক্স পদকজয়ী হকি দলের গোলরক্ষক পিআর শ্রীজেশ নিজের পদক ঝুলিয়েই লালকেল্লার সামনে দাঁড়িয়ে ছবি তুলে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছিলেন স্বাধীনতা দিবসের দিন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গর্বিত ভারতবাসী। আপনাদের সকলকে এক স্মরণীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল। স্বাধীনতা ও দেশাত্মবোধ যেন আপনাদের সকলের হৃদয়কে গর্বিত করে তোলে। জয় হিন্দ।'


আরও পড়ুন: পারেন, শুধু ধোনিই পারেন, পরের আইপিএলে উদাহরণ তৈরি করতে পারেন 'ক্যাপ্টেন কুল'