ধর্মশালা: মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্ট। ভারতের স্পিনিং ট্র্যাকে একেবারেই গোটা সিরিজে নাস্তানাবুদ হতে হয়েছিল ইংল্যান্ডের ব্যাটাররা। ধর্মশালায় প্রথম ইনিংসে পাঁচ উইকেট একাই নিয়ে গিয়েছিলেন কুলদীপ। ৪ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ১ উইকেট নিয়েছিলেন জাডেজা (Ravindra Jadeja)। পরে ব্যাট হাতেও কুলদীপ যাদব গুরুত্বপূর্ণ ৩০ রানের ইনিংস খেলেন। কুলদীপের অলরাউন্ার পারফরম্য়ান্সে মুগ্ধ রোহিত শর্মা।
ধর্মশালায় ম্য়াচের সেরাও হয়েছেন কুলদীপ। ভারত অধিনায়ক বলছেন, ''আমরা বরাবর জানতাম যে কুলদীপের মধ্যে ক্ষমতা রয়েছে ম্য়াচ জেতানোর। হাঁটুর চোট সারিয়ে ফেরার পর থেকে বল হাতে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে কুলদীপ। এবার ব্যাট হাতেও নিজের ছাপ রাখছে ও।'' গোটা সিরিজে মোট ৯৭ রান ও ১৯ উইকেট নিয়েছেন কুলদীপ। হিটম্য়ান আরও বলেন, ''ব্যাট হাতে লোয়ার অর্ডার এবার দারুণ পারফর্ম করেছে। কুলদীপের ব্যাটিং দেখতে পাওয়াটা দারুণ মজার। ক্রিজে টিকে থেকে লড়ে গিয়েছে অ্যান্ডারসনের মত বোলারের বিরুদ্ধে।''
জয়সওয়ালেরও প্রশংসা শোনা গেল রোহিতের মুখে। চলতি সিরিজে রোহিত-জয়সওয়াল জুটিই পাঁচটি ম্য়াচে ভারতের হয়ে ওপেনিং করতে নেমেছিলেন। সাতশোর বেশি রান করেছেন যশস্বী চলতি সিরিজে। হিটম্য়ান বলছেন, ''দারুণ একটা সিরিজ গেল ওর জন্য। এই ছেলেটা অনেক দূর যাবে। ওর হাতে শট রয়েছে। বোলারদের পাল্টা চাপ দিতে পারে। মারমুখি ব্যাটিং করতে পারে। অতিরিক্ত ডিফেন্সিভ মুডে চলে যায় না কখনওই।''
ম্য়াচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৮ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪৭৩ রান বোর্ডে তুলে নেয় টিম ইন্ডিয়া। শতরান হাঁকান রোহিত শর্মা ও শুভমন গিল। ৫৮ বলে ৫৭ রানের ঝকঝকে ইনিংস নবাগত যশস্বী জয়সওয়ালের। এরপর শোয়েব বশিরের বলে যশস্বী স্ট্যাম্প আউট হতেই রোহিতের সঙ্গে সঙ্গ দিতে মাঠে নামেন শুভমন গিল। ১৬২ বলে ১০৩ রান করেন অধিনায়ক রোহিত শর্মা, অন্যদিকে ১৫০ বলে ১১০ রান করে লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেন শুভমনও। পরবর্তীতে দেবদত্ত পাড়িক্কাল, সরফরাজ খান যথাক্রমে- ৬৫ এবং ৫৬ রান করে ভারতের মোট রান ৪৫০ এর উপরে নিয়ে যান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড শিবির। জো রুট অর্ধশতরান হাঁকান।