নয়াদিল্লি: যৌথ উদ্য়োগে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির পথে রাশিয়া এবং চিন। ২০৩৫ সালের মধ্যে চাঁদের বুকে পারমাণবিক চুল্লি তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা Roscosmos-এর তরফে এই ঘোষণা করা হল। চাঁদের বুকে নিজস্ব ঘাঁটি গড়ে তুলতে ওই চুল্লি সহায়ক হয়ে উঠবে বলে জানিয়েছে Rscosmos, যৌথ ভাবে যা পরিচালনা করবে দুই দেশ। (Nuclear Reactor on Moon)
এর আগে, ২০২১ সালে চিনের মহাকাশ গবেষণা সংস্থা CNSA এবং Roscosmos জানিয়েছিল, চাঁদের বুকে যৌথ ঘাঁটি গড়ে তুলতে আগ্রহী তারা। প্রস্তাবিত ওই ঘাঁটির নামও ঘোষণা করা হয়েছিল, International Lunar Research Station (ILRS). তবে শুধু নিজেদের ব্যাবহারের জন্য নয়, বিশ্বের অন্য আগ্রহী এবং সহযোগী দেশও চাইলে ওই ঘাঁটি থেকে চাঁদের বুকে গবেষণা চালাতে পারে বলে বলে জানানো হয় সেই সময়। (Science News)
বিজ্ঞান(science) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।