করাচি: তিনি, এমনকী, বিরাট কোহলিকেও ছাপিয়ে যেতে পারেন!


বক্তার নাম পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা। আর যাঁকে বিরাটেরও ওপরে বসাচ্ছেন রামিজ, তিনি পাকিস্তানের তরুণ ক্রিকেটার বাবর আজম। রামিজ মনে করেন, ভবিষ্যতে বিরাটকেও পিছনে ফেলে এগিয়ে যাওয়ার মতো প্রতিভা রয়েছে বাবর আজমের।

স্বদেশীয় তরুণের প্রতি রামিজের পরামর্শ, মনোনিবেশ করতে হবে নিজের খেলাকে আরও উন্নত করার দিকে। একই সঙ্গে বাবরের জন্যে রমিজের মন্ত্র, ‘সব সময়ে ইতিবাচক মনোভাব রাখতে হবে। অযথা চাপ না নিয়ে খেলায় ফোকাস করতে হবে।’

একটি সাক্ষাত্‍কারে রমিজ রাজা বলেছেন, ‘ওর প্রতিভা আছে বিরাট কোহলিকেও পিছনে ফেলে দেওয়ার। কিন্তু ওকে হেরে যাওয়ার ভয় থেকে বেরিয়ে আসতে হবে। যখনই ও এটা করবে এবং রান করা ও দেশকে ম্যাচ জেতানোর দিকে মন দেবে, তখনই বাবর বড় খেলোয়াড় হয়ে উঠবে। ওর সীমানা হোক আকাশ।’ রামিজ যোগ করেছেন, ‘তবে যতদিন না বাবর জাতীয় দলে ওর সতীর্থদের থেকে উৎসাহ এবং সহযোগিতা পাবে ততদিন ওর প্রতিভার সম্পূর্ণ বিকাশ সম্ভব নয়।’