নয়াদিল্লি: আগামী ৩ মাস আপনার মাইনে থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটা হবে না। সরকারই মিটিয়ে দেবে টাকা। কিন্তু সে জন্য কিছু শর্ত মানতে হবে।


কেন্দ্রীয় সরকার বলেছে, আগামী ৩ মাসের জন্য ইপিএফ-এ আপনার পক্ষ থেকে জমা পড়া ১২ শতাংশ আর আপনার সংস্থার পক্ষ থেকে ১২ শতাংশ অর্থ তারাই মিটিয়ে দেবে। তবে সে জন্য আপনার কোম্পানিতে অন্তত ১০০ জন কর্মী থাকতে হবে আর তাঁদের মধ্যে ৯০ শতাংশ কর্মীর মাসিক বেতন ১৫,০০০ টাকার কম হতে হবে। অর্থাৎ কোম্পানিও লাভবান হবে, নিশ্চিন্তে থাকবেন কর্মীরাও। এই সুবিধে পেতে হলে নিয়মিত মাইনে দিতে হবে কর্মীদের আর সময়ে জমা দিতে হবে ইসিআর।

২৬ মার্চ সরকার জানিয়ে দেয়, ইপিএফ-এ আগামী ৩ মাসের জন্য নিয়োগকারী ও কর্মচারী- উভয় পক্ষরই অর্থ তারা দেবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,  ছোট সংস্থাগুলিকে অক্সিজেন দিতে তাঁদের এই সিদ্ধান্ত। কেন্দ্রের এই ঘোষণায় ৪ লক্ষ সংগঠিত ক্ষেত্রের সংস্থা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। আর উপকৃত হবেন এই সংস্থাগুলিতে কর্মরত অন্তত ৮০ লাখ কর্মচারী।