নয়া দিল্লি : বিরাট কোহলি সরে যাওয়ার পর ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ভারতীয় দল নিয়ে নামবেন হিটম্যান। কিন্তু, এই ৩৪ বছর বয়সে আইপিএলের সবথেকে সফল অধিনায়কও মেন-ইন-ব্লু-র জন্য দীর্ঘমেয়াদি সমাধান নন। একথা বলাই-বাহুল্য। একদিনের ও টেস্ট ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে থাকবেন কোহলি, টি২০-তে রোহিত, সবকিছু মিলিয়ে ২০২৩-এর বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার ব্যাটন সামলাবেন অভিজ্ঞ দুই ক্রিকেটার। এমনটাই প্রত্যাশিত। কিন্তু, তারপর ? বিশ্বকাপ পর্বে কোহলি ও রোহিত যথাক্রমে ৩৫ ও ৩৬ বছর বয়সে পা দেবেন। কিন্তু, তার পর দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন অধিনায়কের প্রয়োজন পড়বে।


এক্ষেত্রে গ্রেম সোয়ান মনে করছেন, ভাল অধিনায়ক হওয়ার জন্য যা কিছু প্রয়োজন, তার সবই আছে রোহিতের। কিন্তু, তিনি তো দীর্ঘদিন দায়িত্বে থাকতে পারবেন না। সেই কারণেই প্রাক্তন ইংল্যান্ড স্পিনারের সাজেশন, কোনও তরুণ ক্রিকেটারকে তৈরি করা উচিত ভারতের। যে আগামী দিনে রোহিতের ছেড়ে যাওয়া দায়িত্ব পালন করবেন। 


সোয়ান  Cricket.com.-কে এক সাক্ষাৎকারে বলেছেন, ভবিষ্যতের দিকে তাকাতে হবে আপনাকে। আমার মনে হয়, আগামী ১০ বছরের জন্য ভারতের কাছে একজন অধিনায়ক আছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি করা কথা বলছি। হ্যাঁ, ঋষভ পন্থ। পন্থ দিল্লিতে দারুণ কাজ করেছেন। ওঁকে দেখে অনেকটা এমএস ধোনি ও বিরাট কোহলির মিশ্রণ বলে মনে হয়। ধোনির মতই ঠান্ডা মাথার, আবার বিরাটের মত স্পিরিটও আছে। যেভাবে উইকেটের পিছনে খিলখিলিয়ে হাসে..তা দেখেই মনে হয়। 


সোয়ান আরও বলেন, শুধুমাত্র বয়সের কারণেই আমি রোহিতকে না বলতাম। ঋষভ পন্থ হলে, আগামী ১০ বছরের জন্য একজনকে পাওয়া যেত। রোহিত দুর্দান্ত অধিনায়ক। মুম্বইয়ের জন্য কাজ করে দেখিয়েছেন। কাজেই, রোহিত দায়িত্ব নিলে একজন রেডিমেড অধিনায়ক পেয়ে যাবেন। কিন্তু, আমি ভারতে হয়ে বাছলে, দীর্ঘমেয়াদি কথা ভেবে ঋষভ পন্থকে বাছতাম।