লন্ডন: এর আগেও তিনি প্রশংসা করেছেন। এবার আরও একবার। যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক যশ ধূলকে দরাজ সার্টিফিকেট দিলেন মাইকেল ভন। বৃহস্পতিবার রঞ্জি অভিষেকেই শতরান হাঁকিয়েছেন যশ ধূল। আর এপরই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক যশের ব্যাটিংয়ে মজেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। নিজের সোশ্যাল মিডিয়ায় ভন লিখেছেন, ''প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকেই শতরান। যশ ধূল এমন একজন প্লেয়ার যাকে আমরা আগামী কয়েক বছরে অনেক বেশি করে দেখতে পাব। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ও।'' উল্লেখ্য, ১৫০ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। নিজের ইনিংসে ১৮টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন যশ। উল্লেখ্য, রঞ্জিতে গতকাল শতরান হাঁকিয়েছেন অজিঙ্ক রাহানে, সরফরাজ খান, মণীশ পাণ্ডেও। 


 






যশ ধূলের নেতৃত্বে পঞ্চম বারের জন্য় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে খেতাব জিতেছে টিম ইন্ডিয়া। এবার আরও বড় সম্মান পেলেন যুব ভারতীয় দলের অধিনায়ক। প্রতিযোগিতার সেরা একাদশ বাছাই করেছে আইসিসি। সেই দলে অধিনায়ক করা হয়েছে যশকে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি ছাড়াও যশ পুরো টুর্নামেন্টে ২২৯ রান করেছেন। আইসিসিসর তরফেই বিবৃতি দেওয়া হয়েছে। 


শুধু যশই নন। ১২ জনের যে দল বেছে নিয়েছে আইসিসি, সেখানে রয়েছেন আরও ২ ভারতীয় ক্রিকেটার। তাঁরা হলেন অলরাউন্ডার রাজ বাওয়া এবং স্পিনার ভিকি অস্টওয়াল। রাজের ঝুলিতে রয়েছে ২৫২ রান। উগান্ডার বিরুদ্ধে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন বাওয়া। ব্যাট হাতেও খারাপ সময় ৩৫ রান যোগ করেছিলেন। তারই পুরস্কার পেলেন তিনি। ভিকির ঝুলিতে পুরো টুর্নামেন্টে রয়েছে ৬ ম্যাচে ১২ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন।