কলকাতা: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬ উইকেট জয় হাসিল করে নিয়েছিল ভারতীয় দল। বল হাতে রবি বিষ্ণোইয়ের দুর্দান্ত পারফরম্যান্স ছিল সেই ম্যাচে টিম ইন্ডিয়ার সবচেয়ে আলোচিত অধ্যায়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ খেলতে নামবে ২ দল। 


আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ কোথায় খেলা হবে?


আজ ১৮ ফেব্রুয়ারি, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। 



ম্যাচটি কখন থেকে শুরু হবে?

ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টা থেকে শুরু হওয়ার কথা প্রথম টি-টোয়েন্টি। খেলা শুরুর ৩০ মিনিট আগে টস হবে।






কোন চ্যানেলে সম্প্রচারিত হবে আজকের ম্যাচ?





টিভিতে ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস ওয়ান এইচডি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি, স্টার স্পোর্টস ওয়ান হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ওয়ান বাংলা চ্যানেলে।




অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে ম্যাচ দেখা যাবে হটস্টার অ্যাপ, ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন এবিপি লাইভে।


ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই ব্যাট হাতে নজির গড়লেন রোহিত শর্মা। ১৯ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস গতকাল খেলেছিলেন ভারত অধিনায়ক। তার সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টি ফর্ম্যাটে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন হিটম্যান। এই মুহূর্তে এই ফর্ম্যাটে রোহিতের ঝুলিতে রয়েছে ৩,২৩৭ রান। রোহিতের আগে রয়েছেন শুধুমাত্র মার্টিন গাপ্টিল। তাঁর ঝুলিতে রয়েছে ৩২৯৯ রান। মোট ১১২ ইনিংস খেলেছেন তিনি।


আরো পড়ুন: তিনি না কি বিরাট, কে সেরা? মুখ খুললেন সচিন