নয়াদিল্লি: ভারতের দলের পেস অ্যাটাক বর্তমানে সমগ্র বিশ্ব ক্রিকেটেই সমীহ আদায় করে নিয়েছে। সদ্যসমাপ্ত সিরিজে ভারতের পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় দেখিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। জসপ্রিত বুমরাহ নেই। এরপরও ইশান্ত শর্মা, মহম্মদ শামি ও উমেশ যাদবকে নিয়ে গঠিত পেস ব্যাটারির যে ঝাঁঝ দেখা গিয়েছে, তাতে ভারতের জয়ের পথ একেবারেই প্রশস্ত হয়ে যায়। ভারতের পেস আক্রমণকেই এখন বিশ্বের সেরা বলে মনে করছেন অনেকেই।
দলের ফাস্ট বোলারদের নিয়ে খুবই উচ্ছ্বসিত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বারেবারেই বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার বোলারদের পারস্পরিক সম্পর্ক নিয়ে মজাদার ঘটনার কথা বললেন কোহলি। তিনি বলেছেন, ওরা নিজেদের মধ্যে কাণ্ডকারখানা দেখলে যে কোনও মজাদার সিনেমার মতোই মনে হবে। ওদের দেখা হাসি পাবেই এবং জানতে ইচ্ছে করবে, হচ্ছেটা কী।
কোহলি বলেছেন, দলে সবচেয়ে সিনিয়র পেসার ইশান্ত শর্মা। কিন্তু ওর পিছনেই লেগেই সবচেয়ে বেশি মজা পাওয়া যায় এবং ওর সঙ্গেই সবচেয়ে বেশি মজা করা হয়। জসপ্রিত বুমরাহ সবচেয়ে অন্তর্মুখী। কিন্তু কখন কী বলতে হবে, সেটা সবচেয়ে ভালো ও-ই জানে। একেবারে সঠিক সময়ে এমন মন্তব্য করে যা শুনলে হাসি পাবেই। ভুবনেশ্বর উত্তরপ্রদেশের। ও মজা করতে খুব পছন্দ করে। আর শামি ও উমেশও পিছিয়ে থাকে না। উমেশও ইশান্তের সঙ্গে ব্যাপক মজা করে।
অধিনায়ক আরও বলেছেন, ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান এখনকার বোলারদের সঙ্গে বল করতে পারলে বেশ উপভোগ করতেন। কেননা, পুরানো দলে ইশান্ত ছিলেন তরুণ বোলার। ততটা অভিজ্ঞতা ছিল না। এখনকার ইশান্ত খুবই বিপজ্জনক বোলার। যেমন আগে টিম ইন্ডিয়া জাহিরের ওপর নির্ভর করত, এখন ইশান্ত সেই জায়গাটা নিয়েছেন।
কোহলি বলেছেন, দলের বোলারদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। কিন্তু তাঁরা একে অপরকে সাহায্য করেন। একে অপরের প্রতি ভরসাও করেন। অধিনায়ক বলেছেন, আইসিসি ক্রমতালিকায় জসসি, না শামি কোন জায়গায় রয়েছে, তা নিয়ে ওরা কোনও পরোয়াই করে না। ওরা সবসময়ই হাসিখুশি থাকে।