সিডনি: পাকিস্তানের (AUS vs PAK)বিরুদ্ধে সিডনি টেস্টই ছিল ডেভিড ওয়ার্নারের (David Warner) শেষ টেস্ট। সাদা পোশাকে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাঁহাতি অজি ওপেনার। আর ওয়ার্নার (David Warner) সরে দাঁড়ানোর পর থেকেই অস্ট্রেলিয়া ক্রিকেট দলের (Australia Cricket Team) টেস্টে নতুন ওপেনার কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ওয়ার্নার নিজে মার্কাস হ্যারিসের কথা বলেছিলেন। তবে বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন স্টিভ স্মিথ (Steve Smith) হতে পারেন ওয়ার্নারের বদলি অজি শিবিরে যোগ্য ওপেনার।
এক সাক্ষাৎকারে মাইকেল ক্লার্ক জানান, "আমি মনে করি স্টিভ স্মিথ যদি নিজে ওপেনিং করতে চায়, আর ওকে যদি সুযোগ দেওয়া হয় তবে বিশ্বের অন্যতম সেরা ওপেনার হয়ে উঠবে ও। টেস্টে তিন নম্বরে ব্যাটিং করেছে স্মিথ। যে তিন নম্বরে ব্যাটিং করতে পারে সে ব্যাটিং অর্ডারের যে কোন পজিশনেই ব্যাটিং করতে পারবে। ওর হাতে শট রয়েছে। ওর কাছে স্কিল রয়েছে।"
এখানেই না থেমে ক্লার্ক আরও জানান, "স্মিথকে সু্যোগ দেওয়া হলে আগামী ১২ মাসের মধ্যে ও সেরা ওপেনার হয়ে উঠবে। আমি অবাক হব না যদি দেখি যে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও স্মিথ ভেঙে দেয়। কারণ ওর মধ্যে সেই দক্ষতা রয়েছে। তাছাড়া ওপেনিংয়ে নামলে দিনের পুরো সময় ধরে ক্রিজে থাকার সু্যোগ থাকছে ওর কাছে।"
দীর্ঘ ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টেনেছেন ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের পর অজি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়ে দিলেন যে অস্ট্রেলিয়া দলে ওয়ার্নারের বিকল্প পাওয়া সত্যিই খুব কঠিন। ওয়ার্নার তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বাঁহাতি অজি ওপেনার। কামিন্স বলেন, ''ওয়ার্নারের বিকল্প খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। গত ১২ বছর ধরে দেশের জার্সিতে প্রায় সব ম্যাচেই খেলেছে ও। ওর ব্যক্তিত্ব, ও যেভাবে খেলেছে এতগুলো বছর ধরে, তা সত্যিই অসাধারণ। এই সিরিজ জয়ের জন্য় আমরা আগামী কয়েকদিন উপভোগ করব। ওয়ার্নারকে আমরা আরও কিছুদিন একসঙ্গে পাচ্ছি। এরপর পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারব। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলতে নামবে আমরা।'' উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে টেস্টে অভিষেক হয়েছিল ডেভিড ওয়ার্নারের।