অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কোহলির আগ্রাসী মনোভাবের সমালোচনায় ডেভিড লয়েড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Sep 2017 04:21 PM (IST)
মুম্বই: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির মাঠে আক্রমণাত্মক মনোভাব কারুর অজানা নয়। তিনি নিজে সর্বদাই দলের সহ খেলোয়াড়দের উদ্দীপ্ত করার চেষ্টা করেন। ব্যাটিংয়ের সময়ই হোক বা ফিল্ডিংয়ের সময়-এর কোনও ব্যতিক্রম হয় না। তাঁর লড়াকু মানসিকতার কারণে অনেক সময়ই বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে বচসা বেঁধে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের চলতি একদিনের সিরিজেও এই ঘটনা দেখা গিয়েছে। অসি ক্রিকেটার ম্যাথু ওয়েড ও মার্কাস স্টোয়নিসের সঙ্গে কোহলি বাক্যবিনিময় হয়েছে। একে তো সিরিজে ইতিমধ্যেই হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। তার ওপর কোহলির এই আগ্রাসী মনোভাব বরদাস্ত করতে পারছে না অসি মিডিয়া। চলতি বছরের গোড়ায় টেস্ট সিরিজের সময়ও মাঠের বাইরে অসি মিডিয়ার আক্রমণের মুখে পড়তে হয়েছিল কোহলিকে। তাঁর সমালোচনায় পিছিয়ে ছিলেন না সে দেশের প্রাক্তন ক্রিকেটারদের কেউ কেউ। এবার কোহলির সমালোচনায় মুখর হলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার, বর্তমানে ধারাভাষ্যকার ডেভিড লয়েড। তিনি বলছেন, কোহলির এই মনোভাবে লাগাম টানতে হবে। তাঁর মতে, প্রচারের আলো নিজের দিকে টানতেই এমনটা করেন কোহলি। একটি সংবাদমাধ্যমে নিজের নিবন্ধে ডেভিড লয়েড লিখেছেন, ভারত ও অস্ট্রেলিয়ার চলতি সিরিজে কোনও উইকেট পড়ল কোহলিকে অনেক কিছু বলতে দেখেছি। এ ধরনের মানসিকতায় নিয়ন্ত্রণ আনতে হবে।