মুম্বই: আগামী ৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। কে এল রাহুলের নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। একাধিক তরুণ মুখ দেখতে পাওয়া যাবে এই সিরিজে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন এই মুহূর্তে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন রাহুল। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ৫৬ ম্যাচে রাহুলের ঝুলিতে ১৮৩১ রান। গড় চল্লিশের ওপরে। কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএলেও ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে কর্ণাকটী ব্যাটারকে।
কী বলছেন রবি শাস্ত্রী?
রোহিত, বিরাট, রাহুলদের প্রাক্তন হেডস্য়ার শাস্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ''রাহুলের কাছে এই প্রথম নেতৃত্বের চাপ থাকবে এমন কিন্তু নয়। এর আগেও ও অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে পরিচালনা করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে গত ২-৩ বছরে জাতীয় দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার ও। তাই আমি মনে করি কোনও সমস্যাই হবে না রাহুলের।''
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার আরও বলেন, ''আইপিএলে ও কেমন ফর্মে ছিল, সবাই তা দেখেছে। এবার সেই ফর্মটাই শুধু ধরে রাখতে হবে রাহুলকে। আর টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এমনিও বিশ্বের সেরা প্লেয়ারদের একজন রাহুল। শুধু অধিনায়কত্বের বোঝাটা ঠিকভাবে সামলাতে হবে ওকে।''
ভারতে যখন উমরনকে নিয়ে প্রত্যাশার পারদ চড়ছে, তখন জম্মু কাশ্মীরের ক্রিকেটারকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমা।
উমরনের গতি নিয়ে প্রশ্ন করা হলে বাভুমা বলেন, "দক্ষিণ আফ্রিকা দল বরাবরই দ্রুতগতির বোলিং খেলেছে। আর দ্রুত বোলিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভালোই খেলে।" টেম্বা বাভুমা বলেন, ‘আমি মনে করি দক্ষিণ আফ্রিকায় আমরা ফাস্ট বোলারদের মুখোমুখি হয়ে বড় হয়েছি। কিন্তু আমি মনে করি না যে কোনও ব্যাটসম্যান ১৫০ কিলোমিটার বেগে বল মোকাবিলা করতে পছন্দ করে।''
আরও পড়ুন: পাঁচ বছর পর আন্তর্জাতিক কুস্তির মঞ্চে ফের সোনা জয় সাক্ষী মালিকের