লন্ডন: পাঁচ বছরের অপেক্ষা শেষ অবশেষে ফের কুস্তিতে সোনা জিতলেন সাক্ষী মালিক। ইউডব্লিউডব্লিউ র‌্যাঙ্কিং সিরিজ়ে ইভেন্টে সোনা জিতলেন ভারতীয় মহিলা কুস্তিগীর। মানসী ও দিব্যাও ভারতীয় কুস্তিগীরদের মধ্যে পোডিয়ামে শীর্ষে ছিলেন। কিন্তু সাক্ষীর প্রত্যাবর্তনই এদিন সবচেয়ে বড় খবর কুস্তিতে। ২০১৬ সালে রিও অলিম্পিক্সে পদকজয়ী সাক্ষী কমনওয়েলথ গেমসে ২০১৭ সালে সোনা জিতেছিলেন। এদিন ফাইনালে তিনি হারিয়ে দিয়েছিলেন কাজাখস্তানের কুস্তিগিরইরিনা কুজনেতসোভাকে।


মানসী নিজে ৫৭ কেজি বিভাগে সোনা জিতেছেন। তিনিও হারিয়ে দিয়েছেন কাজাখাস্তানের এমা তিসসিনাকে। দিব্যা কাকরান ৬৮ কেজি বিভাগে সোনা জিতেছেন এই টু্নামেন্টে। মহিলাদের ৭৬ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন পূজা। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় এ পর্যন্ত পাঁচটি পদক পেয়েছে ভারত। বৃহস্পতিবার গ্রেকো-রোমান কুস্তিতে সোনা জিতেছেন নীরজ।