নাগপুর: বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলকে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতিয়েছেন। এবার আগামী বছরের টি-২০ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করে দিলেন রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের আগে পর্যন্ত আমাদের দলের উপযুক্ত ভারসাম্য খুঁজতে হবে। কয়েকজন ক্রিকেটার এখন দলের বাইরে আছে। তবে তারা ফিরে আসবে। অস্ট্রেলিয়ার বিমান ধরার আগে আমরা আরও কয়েকটি ম্যাচ খেলব। আমরা যদি এরকম পারফরম্যান্স দেখিয়ে যেতে পারি, তাহলে বিরাট কোহলি ও নির্বাচকরা চিন্তায় পড়বে।’

গতকালের ম্যাচ প্রসঙ্গে রোহিত বলেছেন, ‘বোলাররা আমাদের ম্যাচ জিতিয়েছে। খেলার সময় শিশির পড়ছিল। খেলা কতটা কঠিন ছিল সেটা আমি জানি। একটা সময় মনে হচ্ছিল, বাংলাদেশ সহজেই ম্যাচ জিতে যাবে। কারণ, ওদের ৮ ওভারে ৭০-এর মতো রান দরকার ছিল। আমাদের কাজ কঠিন ছিল। কিন্তু আমরা দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাই। আমি শুধু ছেলেদের ভারতীয় দলের জার্সি দেখিয়ে দায়িত্বের কথা মনে করিয়ে দিই। এরপর বাকি কাজটা ওরাই করে দেয়। ব্যাটসম্যানরাও ভাল পারফরম্যান্স দেখিয়েছে। (লোকেশ) রাহুল ও (শ্রেয়স) আইয়ার দারুণ খেলেছে। আমরা চাই সবাই দায়িত্ব নিক। ঠিক সেটাই হয়েছে।’