হ্যাটট্রিক! স্বপ্নেও ভাবিনি, বলছেন চাহার
Web Desk, ABP Ananda | 11 Nov 2019 12:18 PM (IST)
গতকাল মাত্র ৩.২ ওভার বল করে ৭ রান দিয়ে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নেন রাজস্থানের এই সিমার।
নাগপুর: ‘এরকম কিছু যে করতে পারব, সেটা স্বপ্নেও ভাবিনি। ছোটবেলা থেকেই আমি কঠোর পরিশ্রম করছি। সেই প্রচেষ্টারই সুফল পেলাম।’ এমনই বলছেন বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয়ের নায়ক দীপক চাহার। গতকাল মাত্র ৩.২ ওভার বল করে ৭ রান দিয়ে হ্যাটট্রিক সহ ৬ উইকেট নেন রাজস্থানের এই সিমার। তিনি শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের রেকর্ড ভেঙে দিয়েছেন। এই সিরিজে মোট ৮ উইকেট নেন চাহার। গতকালের ম্যাচে ভারতীয় দলের জয়ের পিছনে তাঁর অবদানই সবচেয়ে বেশি। রাতারাতি নায়ক বনে গিয়েছেন চাহার। তবে তিনি বলছেন, ‘রোহিত (শর্মা) আমাকে গুরুত্বপূর্ণ ওভারগুলিতে বোলিং করার দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছিল। টিম ম্যানেজমেন্টও সেটাই চাইছিল। আমি স্পেল শেষ না করা পর্যন্ত একটি বল করেই পরের বল নিয়ে ভাবতে থাকি। এই ম্যাচেও সেটাই করেছি।’