হারারে: ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন তিনি। তিনি কোলন এবং লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন। দক্ষিণ আফ্রিকায় তাঁর চিকিৎসা করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪৯ বছর বয়সেই পৃথিবীকে আলবিদা জানালেন হিথ স্ট্রিক। জিম্বাবোয়ের কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর জাতীয় দলের একসময়ের সতীর্থ হেনরি ওলঙ্গো, এমবাঙ্গাওয়া, সিন উইলিয়ামস। তালিকায় আছেন প্রাক্তন কিউয়ি তারকা স্কট স্টাইরিস থেকে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের মত ব্যক্তিত্বও। সোশ্য়াল মিডিয়ায় নিজেদের শোক প্রকাশ করেছেন তাঁরা। 






 



১৯৯৩ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল হিথ স্ট্রিকের। ২০০০-২০০৪ সময়কাল পর্যন্ত দেশের হয়ে অধিনায়কত্ব করেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার।১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। জিম্বাবোয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ান ডে ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। এমন অনেক ম্যাচ রয়েছে যেখানে নিজে একা হাতে ব্য়াটিং বা বোলিংয়ে বাজিমাত করে দেশকে জিতিয়েছিলেন। তিনিই জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার এখনও পর্যন্ত, যিনি টেস্টে ১০০ উইকেটের মালিক হয়েছেন। বুলাওয়াতে জন্ম এই প্রাক্তন ক্রিকেটার টেস্টে মোট ২১২ উইকেটের মালিক ছিলেন। ১৬ বার চার উইকেট নিয়েছিলেন এক ইনিংসে। এছাড়াও ৭ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে মোট ২৩৯ উইকেট নিয়েছেন স্ট্রিক। 


 






ব্যাটের হাতও বেশ ভাল ছিল এই প্রাক্তন তারকার। লাল বলের ফর্ম্যাটে ১৯৯০ রান করেছিলেন। ওয়ান ডে-তে ২৯৪৩ রান ঝুলিতে রয়েছে। একমাত্র টেস্ট সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৭ রান হারারেতে। হিথ স্ট্রিকই একমাত্র জিম্বাবোয়ের ক্রিকেটার যাঁর ঝুলিতে টেস্টে ২০০০ এর কাছাকাছি রানসহ ১০০ উইকেট রয়েছে। আর ওয়ান ডে-তে ২০০০-রক বেশি রানের পাশাপাশি ২০০-র বেশি উইকেট রয়েছে।