নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর এই দলেও নেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এই ঘটনায় ধোনির অবসর ঘিরে জল্পনা ফের জোরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিসিসিআই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ফিরে এসেছেন অলরাউন্ডার হার্দিক পান্ড্য। কিন্তু স্কোয়াডে নেই ধোনির নাম। বোর্ডের এই ঘোষণার পর অনেকের মনেই প্রশ্ন দেখা দেয়, ধোনিকে কি উপেক্ষা করা হল? এভাবে ভারতের সবচেয়ে সফল অধিনায়কের সামনে তাঁর কেরিয়ারের ভবিষ্যত সম্পর্কে বার্তা দেওয়া হল? তবে এ ব্যাপারে সমস্ত জল্পনার অবসান ঘটালেন নির্বাচক কমিটির এক সদস্য।। তিনি জানালেন, ২০২০ টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গঠনের জন্য পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে সময় দিয়েছেন ধোনি। ভবিষ্যতের দল নিশ্চিতভাবে তৈরি পরই  কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন ধোনি। সংবাদসংস্থাকে এক নির্বাচক বলেছেন, তাঁকে উপেক্ষার কোনও প্রশ্নই নেই। বরং তিনিই আমাদের সামনে এগিয়ে যাওয়ার ও আগামী বছরের টি ২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ভবিষ্যত পরিকল্পনার জন্য সময় দিয়েছেন। সীমিত ওভারের ক্রিকেটে ঋষভ পন্থ চোট পেলে তাঁর প্রকৃত কোনও বিকল্প নেই, এই বিষয়টি বিবেচনা করে ধোনি খেলা চালিয়ে যেতে রাজি হয়েছেন। ২০১৯০-এর বিশ্বকাপের পর ধোনির সঙ্গে তাঁর ভবিষ্যত নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্নের জবাবে ওই নির্বাচক বলেছেন, এ বিষয়ে এখনও কোনও কথা হয়নি। আমাদের এখনও আলোচনায় বসে ভবিষ্যত সম্পর্কে কথা হয়নি। এজন্য আমাদের ভবিষ্যত পরিকল্পনা তৈরি ও সম্ভাব্য সমস্ত বিকল্প যাচাইয়ের জন্য তিনি আমাদের সময় দিয়েছেন। পন্থ যদি চোট বা অন্য কোনও কারণে টি ২০ বিশ্বকাপ খেলতে না পারেন, সেক্ষেত্রে পরিস্থিতিটা ধোনিকে ছাড়া ততটা সহজ হবে না। এক্ষেত্রেও প্রশ্ন থাকছে, ধোনি কি ততদিনেও ব্যাটসম্যান হিসেবে ধোনিকে আড়াল করার প্রয়োজন থাকবে কিনা? কারণ, ব্যাট হাতে ধোনি আর আগের মতো নন। ওই নির্বাচক কিন্তু এই মতের সঙ্গে একেবারেই সহমত নন। তিনি  বলেছেন, টিম ম্যানেজমেন্ট কিন্তু স্পষ্টই জানে, তিনি কী ধরনের ভূমিকা পালন করতে পারেন। এমনকি এখনও ফিনিসার হিসেবে তাঁর কোনও বিকল্প নেই।  আন্তর্জাতিক মঞ্চে কেউ একটা ম্যাচ খেললেও বুঝতে পারবেন, তাঁর প্রয়োজনীয়তা কতটা বেশি।