মোকি: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে (Hero Asian Champions Trophy) ভারতের জয়রথ ছুটছে। বৃহস্পতিবার কোরিয়াকে ৩-১ গোলে হারাল ভারত। জোড়া গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh)। ম্যাচের ৯ ও ৪৩ মিনিটে গোলদুটি করেন তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে দুশো গোল হয়ে গেল হরমনপ্রীতের। একটি গোল করেছেন আরাইজিৎ হুণ্ডাল (Araijeet Hundal)।


এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবার খেতাব রক্ষার লড়াই ভারতের। টানা চার ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে দৌড়চ্ছে ভারত। চীনের মোকি হকি ট্রেনিং বেসে কোরিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিল ভারত। ম্যাচের প্রথম কোয়ার্টারে ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেল আরাইজিৎ। পরের মিনিটেই ব্যবধান বাড়ান হরমনপ্রীত। 


সেমিফাইনালের যোগ্যতা আগেই অর্জন করেছে ভারত। তবে টুর্নামেন্টে নিজেদের অপরাজেয় তকমা ধরে রাখতে মরিয়া ছিলেন হরমনপ্রীতরা। আরাইজিৎ সিংহ হুণ্ডাল গোল করে শুরুতেই ভারতকে এগিয়ে দেন। বিবেক সাগর প্রসাদের পাস ধরে গোল করেন হুন্ডাল। সার্কলের মাথা থেকে স্কুপ করে গোল করেন তিনি। 






পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে ২-০ এগিয়ে দেন হরমনপ্রীত। যা ছিল আন্তর্জাতিক হকিতে হরমনপ্রীতের গোলের ডাবল সেঞ্চুরি।


আগের ম্যাচে আয়োজক চীনকে ৩-২ গোলে হারিয়ে  পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছিল কোরিয়া। তবে ভারতের বিরুদ্ধে যে তারা লড়াি সহজে ছাড়বে না, তা সাফ হয়ে যায় তাদের একের পর এক পাল্টা আক্রমণে। প্রথম কোয়ার্টারে ভারতের আক্রমণের ঝড় সামলে দ্বিতীয় কোয়ার্টারে পাল্টা হানা দিতে থাকে কোরিয়া। ৩০ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান জিহুন ইয়াং (Jihun Yang)।


 


তৃতীয় কোয়ার্টারে ভারত ও কোরিয়া - দুই দেশই চারটি করে পেনাল্টি কর্নার পায়। তবে একমাত্র হরমনপ্রীতই একটি গোল করতে সক্ষম হন। ৩-১ গোলে এগিয়ে যায় ভারত। ভারতের গোলকিপার কৃষ্ণ পাঠক (Krishan Pathak) গোলমুখে দুর্ভেদ্য হয়ে উঠেছিলেন। পি আর শ্রীজেশ প্যারিস অলিম্পিক্সের পর অবসর নিয়েছেন। তাঁর পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেয়ে নজর কাড়ছেন কৃষ্ণ।
 
আরও পড়ুন: কোথায় সেই পেশিবহুল চেহারা! WWE সুপারস্টার বাতিস্তা কি অসুস্থ?