কাল কটকেই একদিনের সিরিজ জিততে চায় ভারত
Web Desk, ABP Ananda | 18 Jan 2017 03:08 PM (IST)
কটক: টেস্ট সিরিজে ৪-০ জয়। একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৩৫০ রান তাড়া করে অবিস্মরণীয় জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস তুঙ্গে। অধিনায়ক বিরাট কোহলি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। দল যখন বিপদে, তখন অধিনায়কের ব্যাটই সবচেয়ে চওড়া হয়ে উঠছে। পাশাপাশি, তরুণ ক্রিকেটাররাও অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে কটকে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না ভারতীয় দল। বরাবটি স্টেডিয়ামেই সিরিজ পকেটে পুরে নিতে চাইছেন বিরাটরা। পুণেতে সিরিজের প্রথম ম্যাচে বিরাটের পাশাপাশি কেদার যাদবও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর ৭৬ বলে ১২০ রানের অসামান্য ইনিংস ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়। ভারত একমাত্র দল হিসেবে একদিনের ক্রিকেটে তিনবার ৩৫০-এর বেশি রান তাড়া করে জয় পেয়েছে। তিনবারই দলের জয়ে বড় অবদান ছিল বিরাটের। তিনি চাপের মুখে ভাল খেলা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। ইংল্যান্ড শিবির অবশ্য বিরাটের চেয়েও কেদারের বিস্ফোরক ইনিংসে বেশি চাপে পড়ে গিয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান স্বীকার করেছেন, কেদার তাঁদের কোনও সুযোগই দেননি। ফলে দ্বিতীয় ম্যাচের আগে ইংল্যান্ড যথেষ্ট চাপে। বরাবটিতে ভারতের রেকর্ড উজ্জ্বল। এই মাঠে ১৫টি একদিনের ম্যাচের মধ্যে ১১টিতেই জয় পেয়েছে ভারত। ফলে আগামীকালের ম্যাচের আগে ভারতের আত্মবিশ্বাস বাড়বে। যদিও বিরাটের কিছুটা চিন্তা রয়েছে মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ ও শিখর ধবনের খারাপ ফর্ম নিয়ে। দলের আশা, এই তিন ব্যাটসম্যানই দ্রুত ফর্মে ফিরবেন।