দেড় মাসের মধ্যে ষষ্ঠ সোনা জয় হিমার, চেক প্রজাতন্ত্রে স্বর্ণপদক আনাসেরও
Web Desk, ABP Ananda | 18 Aug 2019 06:02 PM (IST)
জাতীয় রেকর্ডের অধিকারী আনাস ইতিমধ্যেই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছেন
নয়াদিল্লি: হিমা দাসের সোনার দৌড় অব্যহত। এবার চেক প্রজাতন্ত্রে অ্যাথলেটিকি মিটিঙ্ক রেইটার প্রতিযোগিতায় ৩০০ মিটারে সোনা জিতে নিলেন ভারতীয় অ্যাথলিট। তাঁর পাশাপাশি পুরুষদের বিভাগে ৩০০ মিটারে সোনা জিতেছেন ভারতের মহম্মদ আনাস। সব মিলিয়ে ভারতীয় অ্যাথলেটিক্সের গৌরবের দিন হিসাবে চিহ্নিত হয়ে রইল। ২ জুলাই থেকে শুরু করে এ নিয়ে হিমার ষষ্ঠ সোনা জেতা হয়ে গেল। ২০ জুলাই চেক প্রজাতন্ত্রেই ৪০০ মিটারে সোনা জিতেছিলেন হিমা। শনিবার সোনা জেতার পর হিমা টুইট করেন, 'চেক প্রজাতন্ত্রে ৩০০ মিটারে সকলের আগে দৌড় শেষ করে সোনা জিতলাম।' অন্যদিকে, ৩২.৪১ সেকেন্ডে দৌড় শেষ করে পুরুষদের ৩০০ মিটারে সোনা জিতলেন আনাস। তিনি টুইট করেন, 'চেক প্রজাতন্ত্রে ৩২.৪১ সেকেন্ডে ৩০০ মিটার দৌড় শেষ করে সোনা জিততে পেরে খুব ভাল লাগছে।' জাতীয় রেকর্ডের অধিকারী আনাস ইতিমধ্যেই আগামী সেপ্টেম্বর-অক্টোবরে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। যদিও হিমা এখনও সেই যোগ্যতা অর্জন করতে পারেননি।