আজকের দিনেই ক্রিকেটের ইতিহাসে প্রথম হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছিলেন এই ইংরেজ ব্যাটসম্যান
ABP Ananda, web desk | 17 Jul 2017 03:51 PM (IST)
নয়াদিল্লি: বর্তমানে ক্রিকেট রকেট গতিতে এগোচ্ছে। প্রায় প্রত্যেকদিনই কোনও না কোনও রেকর্ড তৈরি হচ্ছে। অনেক বিশেষজ্ঞই মনে করেন, ব্যাটিং আগের তুলনায় অনেক সহজ হয়েছে। বর্তমানে ১০ হাজার রানও বেশ কয়েকজন ব্যাটসম্যানের দখলে রয়েছে। কিন্তু শতবর্ষেরও বেশি প্রাচীন ক্রিকেটের ইতিহাস। ক্রিকেটে এমন কিছু রেকর্ড রয়েছে যা এখনও অমলিন। এমনই একটি রেকর্ড হয়েছিল আজ থেকে ১২৪ বছর আগে। সবাই জানেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ১০ হাজার রান সংগ্রহের কৃতিত্ব সুনীল মনোহর গাওস্করের। কিন্তু অনেকেরই হয়ত জানা নেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম হাজার রান করার কৃতিত্ব কার দখলে। এই রেকর্ড ইংল্যান্ডের আর্থার শ্রিউসবুরির। ১৭ জুলাই, আজকের দিনেই তিনি এই রেকর্ড গড়েছিলেন। আর্থার তাঁর কেরিয়ারে ২৩ টি টেস্ট খেলেছিলেন। ৩৫.৪৭ গড়ে ১২৭৭ রান করেছিলেন তিনি। তিনটি সেঞ্চুরি ও ৪ টি হাফসেঞ্চুরি করেন তিনি। সর্বাধিক স্কোর ১৬৪। প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর পারফরম্যান্স চোখধাঁধানো। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি যত রান করেছেন তা কোনও ব্যাটসম্যান টেস্ট, একদিনের ম্যাচ ও টি-২০ মিলিয়েও এতরান আর কোনও ব্যাটসম্যানের নেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৯৮ ম্যাচে ৩৭ গড়ে তাঁর মোট রান ২৬৫০৫। তিনি করেছেন ৫৯ টি সেঞ্চুরি ও ১১৪টি হাফসেঞ্চুরি। মাত্র ৪৭ বছর বয়সে ১৯০৩ সালে মারা যান তিনি। মৃত্যুর এক বছর আগে পর্যন্ত ক্রিকেট খেলতেন তিনি।