রাউরকেল্লা: স্পেনের বিরুদ্ধে ২-০ স্কোরলাইনে জয় দিয়ে হকি বিশ্বকাপের (FIH Men's Hockey World Cup 2023) অভিযান শুরু করেছে ভারতীয় দল (Indian Hockey Team)। ভারতের হয়ে অমিত রোহিদাস ও হার্দিক সিংহ দুইটি গোল করেন। আজ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে গ্রুপ 'ডি'-র শীর্ষে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখাই লক্ষ্য। সরাসরি শেষ আটে পৌঁছতে হলে দলগুলিকে গ্রুপের শীর্ষে থাকতে হবে। কোয়ার্টার ফাইনালের পৌঁছতে হলে তাই টিম ইন্ডিয়াকে আজ জিততে হবে।


সতর্ক শ্রীজেশ, রিড


দুরন্তভাবে প্রথম ম্যাচ জিতলেও, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে কিন্তু বেশ সতর্ক ভারতের অভিজ্ঞ গোলকিপার পিআর শ্রীজেশ (PR Sreejesh)। ম্যাচের আগে শ্রীজেশ বলেন, 'কোনও দলকেই দুর্বল ভাবা উচিত নয়, সে ওয়েলশই হোক না কেন। আপাতত আমাদের লক্ষ্য ইংল্যান্ড ম্যাচ জেতা এবং তারপর ওয়েলশের বিরুদ্ধে ভাল পারফর্ম করা। ওরা (ইংল্যান্ড) কিন্তু ওয়েলশের বিরুদ্ধে বেশ ভাল খেলেছিল।' ওয়েলশকে ৫-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড।


সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড কিন্তু বেশ ভাল। টোকিও অলিম্পিক্সে ইংল্যান্ডকে ৩-১ হারায় ভারত। এরপর প্রো লিগে একই প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচেও জেতে ভারত। ম্য়াচ ৩-৩ ড্র হওয়ার পর শ্যুট আউটে জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় লেগে হরমনপ্রীত সিংহের দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ৪-৩ জয় পায় ভারত। গত বছরের কমনওয়লথ গেমসে অবশ্য ভারত ও ইংল্যান্ডের ম্যাচ ৪-৪ ড্র হয়। রবিবারের প্রতিপক্ষের বিষয়ে কথা বলতে গিয়ে ভারতীয় কোচ গ্রাহাম রিড (Graham Reid) বলেন, 'ইংল্যান্ড দারুণ একটি দল। কমনওয়েলথ গেমসে ওদের পারফরম্যান্স সবাই দেখেছে। তাই ওদের প্রতিপক্ষ ম্যাচটা কিন্তু বেশ কঠিনই হবে।'


বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড


১৯৭৫ সালের পর থেকে ভারত ও ইংল্যান্ড হকির ময়দানে একে অপরের বিরুদ্ধে মোট ২১টি ম্যাচ খেলেছে। মুখোমুখি সাক্ষাৎকারে ভারত ১০টি ও ইংল্যান্ড সাতটি ম্যাচ জিতেছে। বাকি চারটি ম্যাচ ড্রয়ে শেষ হয়। বিশ্বকাপে দুই দল সাত বার মুখোমুখি হয়েছে। এখানে অবশ্য উভয় দলই সমান সংখ্যক ম্যাচ জিতেছে। উভয় দলের সংগ্রহেই তিনটি জয় রয়েছে। অপর ম্যাচটি ড্র হয়।


আরও পড়ুন: জয় দিয়ে শুরু অভিযান, বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে ভারতের রক্ষণের প্রশংসায় কোচ রিড