নয়াদিল্লি: আসন্ন এশিয়ান জুনিয়র কুস্তি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি দলের যোগদানের বিষয়ে সম্মতি জানাল স্বরাষ্ট্রমন্ত্রক। আজ ভারতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। ফেডারেশনের সহ-সচিব বিনোদ তোমর জানিয়েছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রক থেকে আমাদের জানানো হয়েছে, পাকিস্তানের কুস্তিগীররা ভারতে এসে এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। আমাদের ক্রাইম ব্র্যাঞ্চকে জানাতে হবে, আমরা পাকিস্তানের কুস্তিগীরদের দায়িত্ব নেব। পাকিস্তানের কুস্তিগীররা যাতে হোটেল ও প্রতিযোগিতার স্থান ছাড়া অন্য কোথাও না যান, সেটা নিশ্চিত করতে হবে আমাদের।’
এ মাসের ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত নয়াদিল্লির কে ডি যাদব স্টেডিয়ামে হতে চলেছে এই প্রতিযোগিতা। পাকিস্তান ছাড়াও ইরাক ও আফগানিস্তানের প্রতিযোগীদের ভারতে আসার বিষয়ে সবুজ সঙ্কেত দিচ্ছিল না স্বরাষ্ট্রমন্ত্রক। আজ পাকিস্তানি কুস্তিগীরদের ভারতে আসার অনুমতি দিলেও, ইরাক ও আফগানিস্তানের খেলোয়াড়দের বিষয়ে কিছু জানায়নি সরকার। কুস্তি ফেডারেশন অবশ্য জানিয়েছেন, ইরাক ও আফগানিস্তানের কুস্তিগীররা ফ্রিস্টাইল ও গ্রেকো রোমান বিভাগে নামই পাঠাননি।
এর আগে ২০১৫ সালে স্বরাষ্ট্রমন্ত্রক অনুমতি না দেওয়ায় এশিয়ান ক্যাডেট চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারেননি পাকিস্তানের খেলোয়াড়রা। এবার অবশ্য তাঁদের ভারতে আসতে কোনও বাধা রইল না।
এশিয়ান জুনিয়র কুস্তি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানি দলের যোগদানে সবুজ সঙ্কেত স্বরাষ্ট্রমন্ত্রকের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2018 06:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -