কলকাতা: মরশুমের শুরুটা দুর্দান্ত হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant)। ডুরান্ড কাপে (Durand Cup) চ্যাম্পিয়ন হয়েছে। তাও আবার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে। আইএসএলে (ISL) খেতাবরক্ষার লড়াইয়েও দাপট দেখিয়ে চলেছে সবুজ-মেরুন শিবির। পরপর দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।


আর তার মাঝেই বড় ঘোষণা করল শতাব্দীপ্রাচীন ক্লাব। হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া (HMSI)-র সঙ্গে চুক্তি হল মোহনবাগান সুপার জায়ান্টের। চলতি আইএসএলে সবুজ-মেরুন শিবিরের অ্যাসোসিয়েট স্পনসর হল তারা। ১১ মাসের চুক্তি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার মধ্যে।


এই চুক্তির মাধ্যমে HMSI তাদের জনপ্রিয় ব্র্যান্ড 'ডিও'-র প্রচার সারবে। ২০০২ সালে আত্মপ্রকাশের পর থেকে সকলের মন জয় করে নিয়েছে 'ডিও'। যারা মজায় জীবন কাটাতে চায়, সেই তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে 'ডিও'র নকশা তৈরি করা হয়েছিল। রাস্তায় স্টাইল আইকন মনে করা হয় যে স্কুটারকে। সেই জনপ্রিয়তার রেশ ধরে এবং রাইড-রোমাঞ্চ আরও বাড়াতে ২০২৩ সালে 'ডিও ১২৫' এনেছে হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া। সংস্থার আশা, দ্রুত সকলের হৃদয়ে জায়গা করে নেবে এই মডেল।


২০২৩-২৪ আইএসএলে মোহনবাগানের জার্সিতে থাকবে হন্ডা ডিও-র লোগো। যা আইএসএলের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। মাঠে নেমে হন্ডার উপস্থিতিও তুলে ধরবেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। এছাড়াও নানাভাবে মোহনবাগান ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার সম্পর্ক তুলে ধরা হবে। স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েও ডিও-র সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলপ্রেমীরা।


হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়ার সেলস ও মার্কেটিংয়ের ডিরেক্টর যোগেশ মাথুর বলেছেন, 'মোহনবাগান সুপার জায়ান্ট ও HMSI-র এই জোট ফুটবলপ্রেমীদের আরও ভাল ও উত্তেজক মুহূর্ত উপহার দেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।' আরপিএসজি স্পোর্টস প্রাইভেট লিমিটেডের চিফ এগজিকিউটিভ অফিসার কর্নেল বিনোদ বিস্ত বলেছেন, 'হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়াকে পাশে পেয়ে আমরা সম্মানিত। ক্লাব হিসাবে আমাদের ঐতিহ্যও আমাদের শিখিয়েছে, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে। মোহনবাগান সুপার জায়ান্ট ও হন্ডা মোটরসাইকেল ও স্কুটার ইন্ডিয়া মিলে খেলার দুনিয়ায় ছাপ রেখে যেতে চাই।'


আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial