হংকং: হংকংয়ে সিন্ধু সভ্যতা৷ চেং নান ই-কে ২১-১৪, ২১-১৬ গেমে হারিয়ে হংকং সুপার সিরিজের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু৷ স্থানীয় প্রতিপক্ষকে স্ট্রেট গেমে উড়িয়ে দেন হায়দরাবাদি শাটলার। চিন ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর ফের সুপার সিরিজের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ার মুখে সিন্ধু।
এই ম্যাচে আগাগোড়া দাপট ছিল রিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় শাটলারের৷ তাঁর বিষাক্ত স্ম্যাশ ও রিটার্নের কোনও উত্তর ছিল না হংকংয়ের প্রতিপক্ষের কাছে৷ ফাইনালে সিন্ধুর সামনে তাইওয়ানের তাই জু ইং৷
অন্যদিকে, পুরুষদের বিভাগে প্রথমবার হংকং সুপার সিরিজের ফাইনালে উঠে চমকে দিয়েছেন ভারতের সমীর বর্মা৷ সেমিফাইনালে তিনি বিশ্বের তিন নম্বর শাটলার জর্গেনসেনকে হারান ২১-১৯, ২৪-২২ গেমে৷
হংকং ওপেনের ফাইনালে সিন্ধু, সমীর বর্মা
Web Desk, ABP Ananda
Updated at:
26 Nov 2016 08:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -