নিউজিল্যান্ডের কাছে হার, খেতাবী দৌড় থেকে ছিটকে গেল ভারত
Web Desk, ABP Ananda | 26 Nov 2016 05:31 PM (IST)
মেলবোর্ন: নিউজিল্যান্ডের কাছে ২-৩ গোলে হেরে চার-দেশীয় আমন্ত্রণমূলক প্রতিযোগিতায় খেতাবী দৌড় থেকে ছিটকে গেল ভারতীয় হকি দল। আগামীকাল মালয়েশিয়ার বিরুদ্ধে তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে খেলবে ভারত। এদিন ম্যাচের শুরুটা ভালই করেছিল ভারত। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলা চলছিল। প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। তবে ১৮ মিনিটেই পেনাল্টি থেকে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন রুপিন্দর পাল সিংহ। হাফটাইমে এক গোলে এগিয়েছিল ভারত। তৃতীয় কোয়ার্টারেও ভারতেরই প্রাধান্য ছিল। কিন্তু ৪৭ ও ৪৮ মিনিটে পরপর দুটি গোল খেয়ে পিছিয়ে পড়ে ভারত। ৫৭ মিনিটে ফের গোল করে নিউজিল্যান্ড। রুপিন্দর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান। কিন্তু তারপর চেষ্টা করেও খেলায় সমতা ফেরাতে পারেনি ভারত।