ম্যাঞ্চেস্টার: এবারের বিশ্বকাপের ফাইনালে যদি ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারতীয় দল, তাহলে ঈশ্বর তাঁদের সঙ্গেই থাকবেন বলে আশাপ্রকাশ করলেন রবি শাস্ত্রী। ভারতের কোচের মতে, লিগ পর্যায়ের ম্যাচে ইংল্যান্ডের ড্রেসিংরুমে ছিলেন ঈশ্বর। আশা করা যায় এবার তিনি ড্রেসিংরুম বদল করবেন।

আইসিসি প্রকাশিত একটি ভিডিওতে ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করে শাস্ত্রী বলেছেন, ‘একদিনের আন্তর্জাতিকে রোহিত অন্যতম সেরা খেলোয়াড়। ও যদি এবারের বিশ্বকাপে রান না-ও পেত, তাহলেও ওর রেকর্ড বদলাত না। একদিনের আন্তর্জাতিকে ও তিনবার দ্বিশতরান করেছে। অন্য কেউ সেটা করতে পারেনি। ভারতীয় দলের ওপেনার হিসেবে ধারাবাহিকতা দেখাচ্ছে রোহিত। ওর ভাল ফর্ম অবাক হওয়ার মতো বিষয় নয়। ও যদি বিশ্বকাপের মতো প্রতিযোগিতাকে ফর্মে ফেরার জন্য বেছে নেয়, তাহলে কোচ হিসেবে আমি সেটা মেনে নেব।’



রোহিতের প্রশংসা করে শাস্ত্রী আরও বলেছেন, ‘এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের ইনিংসটি অন্যতম সেরা। ওই ম্যাচে ব্যাট করা কঠিন ছিল। সেই কারণেই আমি মনে করি, ও যত শতরান করেছে, তার মধ্যে এটি অন্যতম সেরা।’