কলকাতা: মঙ্গলবার তাঁর চূড়ান্ত ব্যস্ততা৷ ভারতীয় দলের হেডস্যার নিয়োগের গুরুদায়িত্ব তাঁর কাঁধে৷ কোচ-পদে একের পর এক হেভিওয়েট প্রার্থীর ইন্টারভিউ, খোদ কলকাতায়৷ তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বিসিসিআইয়ের পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য৷ অথচ, কোচ পদপ্রার্থীদের ফাইনাল পরীক্ষা নেওয়ার আগেই নিজের স্বপ্নের কথা জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ এখন ইন্টারভিউ নিচ্ছি৷ আশা করি ভারতীয় দলের কোচ পদের জন্য একদিন ইন্টারভিউ দেব, বললেন সৌরভ৷


ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন, গত কয়েকবছর ধরেই ভারতীয় দলের কোচ হওয়ার চিন্তা তাঁর মাথায় ঘোরাফেরা করছে। তিনি বলেছেন, সত্যি বলতে কী, প্রায় আড়াই বছর আগে থেকে আমি ভাবছি যে, আমি ওই কাজটা করতে চাই কিনা। আর আজ আমি একজনকে বেছে নিচ্ছি। এটাই জীবন। আমি এখন ইন্টারভিউ দিচ্ছি না, আশা করি আমি একদিন ইন্টারভিউ দেব।জীবনে কোনও কিছুই আগে থেকে ঠিক করা থাকে না। এক বা দুই বছর পরে কী হবে, তা কেউই জানে না। আমি সিএবি প্রেসিডেন্ট হব ও টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আয়োজন করব বলেও কেউ ভাবেনি।

শুধু ব্যাট হাতে একের পর এক নজির নয়, অধিনায়ক হিসেবেও তাঁর সাফল্য ঈর্ষণীয়৷ ফের একবার হাতে তুলে নিতে চান টিম ইন্ডিয়ার দায়িত্ব, তবে অন্য ভূমিকায়৷ সেই স্বপ্ন সত্যি হবে কি? তা বলবে সময়৷ তবে, দলের হেডস্যার বাছার আগে তিনি যে রীতিমত বিনিদ্র রজনী কাটিয়েছেন, তা নিজেই কবুল করলেন প্রাক্তন ভারত অধিনায়ক৷

এই প্রথমবার বই লেখার কাজে হাত দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বইয়ের নাম সেঞ্চুরি ইজ নট এনাফ৷ জুলাই মাস থেকে কলম ধরবেন সৌরভ৷

সচিন-সৌরভ-লক্ষ্মণ৷ টিম ইন্ডিয়ার কোচ-ভাগ্য এখন ভারতীয় ক্রিকেটের থ্রি মাস্কেটিয়ার্সের হাতে৷ সঠিক সিদ্ধান্তে পৌঁছনই লক্ষ্য৷ প্রত্যাশার চাপও অনেক৷ ইঁদুর দৌড়ে শেষ পর্যন্ত জিত কার, তা জানতে উদগ্রীব ক্রিকেট মহল৷