প্যারিস: ফ্রেঞ্চ কাপ ফাইনালে সাঁ-তিতিয়েনের বিরুদ্ধে নেইমারের একমাত্র গোলে জয় পেলেও, দলের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপের চোট নিয়ে চিন্তায় প্যারিস সাঁ জা। ম্যাচের ২৬ মিনিটে একটি থ্রু বল ধরে বিপক্ষের বক্সের দিকে এগিয়ে যাওয়ার সময় এমবাপেকে মারাত্মক ট্যাকল করেন সাঁ-তিতিয়েনের অধিনায়ক লইক পেরি। তিনি সরাসরি এমবাপের ডান পায়ে আঘাত করেন। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন ফ্রান্সের এই তরুণ ফুটবলার। ছুটে আসেন দু’দলের ফুটবলাররাই। তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রেফারি প্রথমে পেরিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ‘ভিএআর’-এর সাহায্য নিয়ে লালকার্ড দেখান। মারপিট করার জন্য দু’দলের ৬ ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়।

পরের মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটালান্টার মুখোমুখি হবে সাঁ জা। সেই ম্যাচে এমবাপে খেলতে না পারলে সমস্যায় পড়বে দল। এই কারণে চিন্তায় পড়ে গিয়েছেন সাঁ জা ম্যানেজার টমাস তুচেল। চোট পাওয়ার পর মাঠ ছাড়লেও, দ্বিতীয়ার্ধে ক্রাচ নিয়ে রিজার্ভ বেঞ্চে বসে থাকতে দেখা যায় এমবাপেকে। খেলা শেষে তিনি সতীর্থদের সঙ্গে ট্রফি নিয়ে ছবিও তোলেন। তাঁর চোটের পরীক্ষা হবে বলে জানিয়েছেন ম্যানেজার। তারপরেই বোঝা যাবে চোট কতটা গুরুতর।